শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় ৩০ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় ৩০ ক্রিকেটার

টি-২০ বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া শেষ করতে বাংলাদেশের ক্রিকেটাররা গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছিলেন -ছবি : সংগৃহীত

আইপিএলে চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করছেন মুস্তাফিজুর রহমান। তবে তিন ম্যাচ খেলে হঠাৎ দেশে ফেরেন কাটার মাস্টার। তিনি এসেছেন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিতে। গতকাল মুস্তাফিজসহ ৩০ জন সম্ভাব্য ক্রিকেটার যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়ার জন্য বায়োমেট্রিক দিয়েছেন। অবশ্য সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফুদ্দিনের যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়া আছে বলে বায়োমেট্রিক দিতে হয়নি। বিসিবি মাহমুদুল্লাহ রিয়াদসহ ৩০ ক্রিকেটারের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে রাখতে চাইছে। সেখান থেকে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড খেলবে টি-২০ বিশ্বকাপ। ২০ দলের বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২০ ওভারের বিশ্বকাপ ১ জুন শুরু এবং ফাইনাল ২৯ জুন। মোট খেলা ৫৫টি। সেমিফাইনাল ও ফাইনাল ওয়েস্ট ইন্ডিজে। বাংলাদেশের চার ম্যাচের দুটি যুক্তরাষ্ট্রে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে টেক্সাসের ডালাসে এবং ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউইয়র্কের মিডওয়েতে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই খেলা ওয়েস্ট ইন্ডিজে। ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ও ১৬ জুন নেপালের বিপক্ষে। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। ২৬ জুন প্রথম সেমিফাইনাল ত্রিনিদাদ ও ২৭ জুন দ্বিতীয় সেমিফাইনাল গায়ানা এবং ফাইনাল ২৯ জুন বার্বাডোজের ব্রিজটাউনে। প্রতিটি বিশ্বকাপ সামনে রেখে বিসিবি সম্ভাব্য ৩০ ক্রিকেটারের ভিসা করিয়ে রাখে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছেন নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম ছাড়াও নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, জাকের আলি, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম। মুস্তাফিজ ভিসা প্রক্রিয়া শেষে ফিরে গেছেন ভারতে।

সর্বশেষ খবর