শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফোডেনের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

ফোডেনের হ্যাটট্রিক

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গত বুধবার পেপ গার্ডিওলার শিষ্যরা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলাকে। ম্যানসিটির পক্ষে হ্যাটট্রিক করেছেন ফিল ফোডেন। তিনি প্রথমার্ধ্বের যোগ করা সময়ে এবং ৬২ ও ৬৯ মিনিটে গোল করেন। একটি গোল করেন রদ্রি। এদিকে বুধবার জয় পেয়েছে আর্সেনালও। তারা ২-০ গোলে হারিয়েছে লিউটন টাউনকে। আর্সেনালের পক্ষে গোল করেন ওডেগার্ড। লিউটনের হাশিওকা আত্মঘাতী গোল করে আর্সেনালের জয়ের ব্যবধান বাড়ান। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। গতকাল মধ্যরাতে লিভারপুল মুখোমুখি হয়েছিল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। ম্যানসিটি ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আছে তিন নম্বরে। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই শেষ হচ্ছে না এখনই। তিন দল ছুটছে প্রায় সমান্তরালেই। অবশ্য গত রাতে লিভারপুল শেফিল্ডের বিপক্ষে জয় পেয়ে থাকলে ফের শীর্ষস্থান দখলে নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি ও আর্সেনালের ম্যাচ বাকি আটটি করে। এই আট ম্যাচে কোনো দলই পরাজিত না হলে লিভারপুলের হাতে উঠতে পারে লিগ শিরোপা। অন্যদিকে লিভারপুল পয়েন্ট হারালে সুযোগ আসবে আর্সেনালের। ম্যানসিটিও জিততে পারে লিগ শিরোপা। গত মৌসুমে পেপ গার্ডিওলার দল লিগ জয় করেছে। লিভারপুল শেষবার লিগ জয় করেছে ২০২০ সালে। আর্সেনাল লিগ জয় করেছে শেষবার ২০০৪ সালে। দেখা যাক, এবার কোন দল ইংলিশ লিগ জয় করে!

সর্বশেষ খবর