শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ম্যাচ ফি বাড়ল টেস্ট ওয়ানডে টি-২০ ম্যাচে

ক্রীড়া প্রতিবেদক

সিলেট ও চট্টগ্রাম টেস্টে টাইগারদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। শ্রীলঙ্কার বোলারদের গতি, সুইং ও বাউন্সের মুখে অসহায় ছিল নাজমুল বাহিনী। সিলেটে ৩২৮ রানে এবং চট্টগ্রামে হেরেছে ১৯২ রানে। দুই টেস্টে অসহায়ভাবে হারের পর মিডিয়ার মুখোমুখিতে টাইগারদের সাবেক অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে টেস্ট ক্রিকেটের পার্থক্য অনেক।’ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘বেশি করে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে ক্রিকেটারদের।’ টেস্টে ব্যর্থতায় ক্রিকেটাররা যখন সমালোচিত হচ্ছেন, তখন বিসিবির পরিচালনা পর্ষদের সভায় টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, দলনায়কের ভাতাও বৃদ্ধি করেছে। অধিনায়ক আগে বাড়তি ভাতা পেতেন ৪০ হাজার টাকা। এখন পাবেন ১ লাখ টাকা। তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্ত পাচ্ছেন বেতনের বাইরে বাড়তি ১ লাখ টাকা। বেতন বাড়ানো হয়েছে সহঅধিনায়কেরও। ২০ হাজার টাকার জায়গায় এখন পাবে ৫০ হাজার টাকা। টেস্টের ম্যাচ ফি বাড়ানো হয়েছে ২ লাখ টাকা, ওয়ানডেতে ১ লাখ এবং টি-২০ ক্রিকেটে ৫০ হাজার টাকা। টেস্টের ম্যাচ ফি এখন ৬ লাখের জায়গায় ৮ লাখ টাকা। ওয়ানডেতে ৩ লাখের জায়গায় ৪ লাখ টাকা এবং টি-২০ ক্রিকেটে ২ লাখ টাকার জায়গায় আড়াই লাখ টাকা।

সর্বশেষ খবর