শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হকি সুপার সিক্সের সুপার লড়াই শুরু

ক্রীড়া প্রতিবেদক

প্রথম পর্ব শেষ। আজ থেকে শুরু হচ্ছে সুপার সিক্সের লড়াই। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের এ লড়াইয়ে নির্ধারিত হয়ে যাবে শিরোপা। ছয় দল, তবে শিরোপা জিততে খেলবে চার দল। আজ আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। আরেক ম্যাচে মোহামেডান মুখোমুখি হবে অ্যাজাক্সের বিপক্ষে। বাকি দুই দল ঊষা ক্রীড়াচক্র এবং মেরিনার্স। শনিবার এরা একে অপরের বিপক্ষে খেলবে। ১৯ এপ্রিল মোহামেডান ও আবাহনী দুই হেভিওয়েট দলের লড়াই দিয়ে লিগের পর্দা নামবে। আবাহনী এবার সেরা দল গড়ে ক্লাব কাপ জিততে না পারলেও লিগের শুরু থেকে শীর্ষে ছিল। প্রথম পর্বের শেষ ম্যাচে মেরিনার্সের কাছে হেরে দ্বিতীয় স্থানে নেমে আসে। তাই শীর্ষে থেকেই সুপার সিক্স শুরু করবে মোহামেডান। তিন দলই একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ১০ ম্যাচে মোহামেডানের ২৬, আবাহনী ও ঊষার ২৫ পয়েন্ট। মেরিনার্সের ২২ হলেও তাদেরও শিরোপা ধরে রাখার সম্ভাবনা রয়েছে। সুপার সিক্সে সুপার লড়াই ম্যাচে অপ্রীতিকর ঘটনা না ঘটলেও হট্টগোল হয়েছে। ফেডারেশনকে সতর্ক থেকে সুপার সিক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

দীর্ঘদিন পর হকি লিগ মাঠে গড়িয়েছে। লড়াইও হচ্ছে হাড্ডাহাড্ডি। সুষ্ঠুভাবে লিগ শেষ হোক এ প্রত্যাশা ক্রীড়ামোদিদের। পাশাপাশি অন্য টুর্নামেন্ট মাঠে গড়াক তা সবাই চায়।

সর্বশেষ খবর