শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মধুর সমস্যায় কিংস

এমফন না ডরিয়েলটন

ক্রীড়া প্রতিবেদক

মধুর সমস্যায় কিংস

ইতিহাস গড়া শততম ম্যাচ পেরিয়ে আজ আবার মাঠে নামছে বসুন্ধরা কিংস। টানা চারবারের চ্যাম্পিয়নরা এবিজি বসুন্ধরা পেশাদার লিগে দ্বিতীয় লেগে দ্বিতীয় ম্যাচ খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সোয়া ৩টায়। প্রথম লেগে সহজে চট্টগ্রাম আবাহনীকে হারায় কিংস। শক্তির পার্থক্যে আজও পুরো পয়েন্ট অ্যাকাউন্টে জমা রাখার সম্ভাবনা রয়েছে কিংসের। তার পরও সতর্ক থাকবেন অস্কারের শিষ্যরা। লিগ ইতিহাসে চ্যাম্পিয়নরা যে পাঁচ ম্যাচ হেরেছে তার একটি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। দ্বিতীয় মৌসুমে দ্বিতীয় লিগে হেরেছিল তারা। চলতি লিগে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী সুবিধাজনক অবস্থানে না থাকলেও ঢাকা আবাহনী ও মোহামেডানকে রুখে দিয়েছে ড্র করে। তবু বসুন্ধরা কিংস সমস্যা নিয়ে মাঠে নামবে। তবে তা মধুর। দ্বিতীয় লেগে এমফন উদোকে দলে নিয়েছে তারা। শততম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেরা একাদশে ছিলেন। জোড়া গোল করে দলের জয়ের পেছনে ভূমিকাও রাখেন। প্রশ্ন উঠেছে, আজ তিনি সেরা একাদশে সুযোগ পাবেন কি না? কেননা ডরিয়েলটন গোমেজের বিষয়টি রয়েছে। লাল কার্ড থাকায় আগের ম্যাচে মাঠে নামেননি তিনি। এখন পর্যন্ত তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা। কোচ অস্কার কাকে নামাবেন এ নিয়ে মধুর সমস্যায় রয়েছেন। অন্যদিকে গোলরক্ষক পজিশনে জিকো ও শ্রাবণের বিষয়টিও রয়েছে।

সর্বশেষ খবর