শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নিগারদের চোখ এখন ভারত সিরিজে

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। ২০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন নিগার সুলতানারা। গতকাল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ টি-২০ সিরিজ শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে খেলেছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। দুটি সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে। গতকাল সিরিজের শেষ টি-২০ ম্যাচে হেরেছে ৭৭ রানে। প্রথমটি ১০ উইকেটে এবং দ্বিতীয়টি ৫৮ রানে হেরেছে। অ্যালিসা হিলি, অ্যালিসা পেরির অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করে। জবাবে ১৮.১ ওভারে ৭৮ রানে অলআউট হয় নিগার বাহিনী। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এখন নিগারদের চোখ ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের দিকে। সিরিজ খেলতে ভারত আসছে ২৩ এপ্রিল। সব ম্যাচ হবে সিলেটে। অস্ট্রেলিয়া সিরিজে স্বাগতিকদের সেরা পারফর্মার বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার বলেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে আমাদের আরও খেলা আছে। ভারতের বিপক্ষে ৫টি ম্যাচ খেলব। আমরা চেষ্টা করব, এ সিরিজে যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। পরবর্তী সিরিজে ভালো খেলার চেষ্টা করব।’

সর্বশেষ খবর