শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

টেস্টে সিনিয়রদের নিয়ে হতাশা

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে ও টি-২০ সিরিজে বাংলাদেশ ভালোই করেছে। অন্যদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। এ ব্যর্থতার পেছনে ক্রিকেট বিশ্লেষকরা কারণ খুঁজছেন। প্রথমত হারের ধরন, দ্বিতীয়ত ঘরের মাঠে ভালো উইকেটে খেলেও ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, নতুনদের মধ্যে মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপুদের ব্যাটিং ছিল হতাশাজনক। টেস্টে নিয়মিত মমিনুল হকও বড় ইনিংস খেলতে পারেননি। চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান ফিরেও কিছুই করতে পারেননি। সব মিলিয়ে অভিজ্ঞরা জ্বলে উঠতে পারেননি। এ নিয়ে হতাশ বিসিবি পরিচালক জালাল ইউনুস। তিনি বলেন, ‘ম্যাচে হার-জিত আছে। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দাঁড়াতে পারেনি।’

সর্বশেষ খবর