শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শিরোপার দিকে ছুটছে লিভারপুল

ক্রীড়া ডেস্ক

শিরোপার দিকে ছুটছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে তিন দলের শিরোপা লড়াই বেশ জমে উঠেছে। লিভারপুল, আর্সেনাল এবং ম্যানসিটি কোনো দলই হাল ছাড়তে রাজি নয়। তবে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে লিভারপুল। বৃহস্পতিবার লিগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। লিভারপুলের পক্ষে একটি করে গোল করেন নুনেজ, ম্যাক অ্যালিস্টার এবং গ্যাকপো। এ জয়ে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল এবং ৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানসিটি অবস্থান করছে। লিগে আর বাকি আট ম্যাচ করে। লিভারপুলের সামনে কঠিন প্রতিপক্ষ বলতে ম্যানইউ এবং টটেনহ্যাম। আর্সেনালের সামনে বাধা হয়ে আছে চেলসি, টটেনহ্যাম এবং ম্যানইউ ম্যাচ। ম্যানসিটির সামনে রয়েছে টটেনহ্যাম ম্যাচ। পথ বেশ কঠিন। তবে এখনো পর্যন্ত লিভারপুলের সুযোগই বেশি। অলরেডরা ২০১৯-২০ মৌসুমে শেষবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করেছে। এরপর টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি।

সর্বশেষ খবর