শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

৯ ওভারেই জিতল শাইনপুকুর

ক্রীড়া প্রতিবেদক

১০০ ওভারের ম্যাচ। অথচ দুই ইনিংস মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৪৮.৪ ওভার। শাইনপুকুর ১০ উইকেটের আকাশসমান জয় পেয়েছে মাত্র ৯ ওভারে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার্সের ১১০ রান শাইনপুকুর টপকে যায় ৫৪ বলে। স্কোর কার্ডে তখন বাকি ২৪৬ বল! ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের চলতি আসরে এটা সবচেয়ে দ্রুততম জয়। ৮ ম্যাচে শাইনপুকুরের এটা পঞ্চম জয় এবং টানা ৮ ম্যাচে হেরেছে রূপগঞ্জ টাইগার্স। লিগে প্রথম জয় পেয়েছে সিটি ক্লাব। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে সিটি ক্লাব ২০ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ৮ ম্যাচের সিটির এটা প্রথম জয় এবং ব্রাদার্সের সমান সংখ্যক ম্যাচে পঞ্চম হার। বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সিরিজ শেষে প্রিমিয়ার ক্রিকেটের খেলা ফিরেছে মিরপুরে। গতকাল মিরপুরে শাইনপুকুরের বাঁ হাতি স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে ৩৯.৪ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। ম্যাচসেরা মুরাদের বোলিং স্পেল ৯.৪-০-২১-৪। মুরাদ এর আগে পারটেক্সের বিপক্ষেও ২১ রানে ৪ উইকেট নিয়েছিলেন। রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন আল মামুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর