রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
বিশ্বকাপ ভাবনা

কেমন হবে টি-২০ স্কোয়াড

আসিফ ইকবাল

কেমন হবে টি-২০ স্কোয়াড

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে টি-২০ বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি শুরু হবে নাজমুল হোসেন শান্তদের। জিম্বাবুয়ে সিরিজের পর নাজমুল বাহিনী বিশ্বকাপের একটু আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবে। সেখানে প্রস্তুতিমূলক হিসাবে ৫টি টি-২০ ম্যাচ খেলবে। বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বের দুটি খেলবে যুক্তরাষ্ট্রে এবং দুটি ওয়েস্ট ইন্ডিজে।

বাংলাদেশ ক্রিকেট দলের এখন সব প্রস্তুতি ২০ ওভারের বিশ্বকাপকে কেন্দ্র করে। কথা হচ্ছে জুন মাসে শুরু ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের টি-২০ বিশ্বকাপে কেমন দল গড়বে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল? এ নিয়ে বিস্তর আলোচনা ক্রিকেটপাড়ায়। অনেকেই বলছেন, কোচ চন্ডিকা হাতুরাসিংহে ১৫ সদস্যের দল ঠিক করে ফেলেছেন। এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। নির্বাচক প্যানেলের সাবেক সদস্য হাবিবুল বাশার সুমন অবশ্য জানিয়েছেন বয়সকে পেছনে ফেলে পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া উচিত দল গঠনে, ‘টি-২০ ক্রিকেটে ইদানীং বাংলাদেশ ভালো খেলছে। সবাই পারফরম্যান্স করতে চেষ্টা করছেন। আমি মনে করি বয়স নয়, পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া উচিত।’ তাহলে কি ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যাবে বিশ্বকাপ স্কোয়াডে? কিংবা ছন্দ হারিয়ে ফেলা ড্যাসিং ব্যাটার লিটন দাসকে?

টি-২০ ক্রিকেটে ২০২৩ সাল দারুণ কেটেছে বাংলাদেশের। ১৪ ম্যাচের ১০টিতে জয়। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, হারিয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তানের মতো দলকে। সেই ধারাবাহিকতা অবশ্য থাকেনি চলতি ২০২৪ সালে। একমাত্র টি-২০ সিরিজ হেরেছে শ্রীলঙ্কার কাছে ১-২ ব্যবধানে। তবে জুনিয়র, সিনিয়র ক্রিকেটাররা পারফরম্যান্স করেছেন। প্রায় ২০ মাস পর টি-২০ ক্রিকেটে ফিরেই হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের দুই ইনিংসে মাহমুদুল্লাহ ১৬৮.৭৫ স্ট্রাইক রেটে ৫৪ রান করেছেন। ১২৪ টি-২০ ম্যাচে মাহমুদুল্লাহ রান করেছেন ২১৭৬। দারুণ খেলেছেন জাকের আলী। ৩ ম্যাচে ১৬৪.১৯ স্ট্রাইক রেটে রান করেছেন ৭২। অধিনায়ক শান্ত ৩ ম্যাচে ৫৪ রান করেছেন ১১২.১২ স্ট্রাইক রেটে। সৌম্য সরকার ১১৩.৯৫ স্ট্রাইক রেটে ৪৯ রান করেন। দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করতে অভ্যস্ত সৌম্য ৭৮ ম্যাচে রান করেছেন ১২৮৭। ছন্দ হারানো লিটন ১১৩.১৫ স্ট্রাইক রেটে ৪৩ রান করেছেন। অথচ দেশের অন্যতম সেরা ক্রিকেটার ৭৭ ম্যাচে রান করেছেন ১৭৫৪। মিডল অর্ডারে অন্যতম ভরসা তৌহিদ হৃদয়। ১২৯.০৯ স্ট্রাইক রেটে ৩ ম্যাচে রান করেছেন ৪০। সাকিব টেস্ট খেললেও খেলেননি টি-২০ ম্যাচ। কোনো সন্দেহ নেই টি-২০ বিশ্বকাপ খেলবেন দেশসেরা ক্রিকেটার।

বোলিংয়ে পাল্লা দিয়ে ভালো করছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমানরা। নিয়ন্ত্রিত বোলিং করছেন ২২ বছর বয়সী বাঁহাতি পেসার শরিফুল। শ্রীলঙ্কা সিরিজে তাসকিন ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৮.৫৮ রান দিয়ে। ৫৭ ম্যাচ ক্যারিয়ারে উইকেট ৫৬টি। শরিফুল ৩ ম্যাচে ওভারপ্রতি ৭.৯১ রান খরচে উইকেট নিয়েছেন ২টি। ৩৭ ম্যাচে উইকেট নিয়েছেন ৪২টি। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ছিলেন খরুচে। ওভারপ্রতি রান দিয়েছেন ১০.৩১, উইকেট নিয়েছেন ২টি। টাইগারদের সবচেয়ে সিনিয়র পেসার মুস্তাফিজ ৯১ ম্যাচে উইকেট নিয়েছেন ১০৭টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর