রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

উৎসবের প্রস্তুতি ইন্টার মিলানে

ক্রীড়া ডেস্ক

উৎসবের প্রস্তুতি ইন্টার মিলানে

ইতালিয়ান সিরি এ লিগে জুভেন্টাসের একক আধিপত্য বেশ কয়েক বছর আগেই শেষ হয়ে গেছে। মিলানের দুই ক্লাব দাপট দেখাচ্ছিল এরপর থেকেই। তবে গত মৌসুমে নেপোলি সবাইকে পেছনে ফেলে লিগ শিরোপা জয় করে। তিন দশকেরও বেশি সময় পর লিগ জয় করে নেপোলি। এক বছর যেতে না যেতেই আবারও লিগ শিরোপা যাচ্ছে মিলান শহরে। এবার দাপট দেখাচ্ছে ইন্টার মিলান। ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের ৯ বছরের আধিপত্য শেষ করেছিল ইন্টার। জয় করেছিল লিগ শিরোপা। পরের বার লিগ শিরোপা জেতে এসি মিলান। মিলানের দুই দলের দখলেই আছে ১৯টি করে লিগ শিরোপা। চলতি মৌসুমে অবশ্য এগিয়ে যাচ্ছে ইন্টার মিলান। শিরোপা প্রায় নিশ্চিত করেই নিয়েছে তারা।

ইন্টার মিলানের সামনে কঠিন প্রতিপক্ষ বলতে এসি মিলান। ২২ এপ্রিল মুখোমুখি হবে মিলানের দুই দল। এছাড়া বাকি সব প্রতিপক্ষই ইন্টার মিলানের জন্য সহজ শিকার।

চলতি মৌসুমে ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লটারো মার্টিনেজ ইতালিয়ান সিরি এ লিগে সর্বোচ্চ গোল করেছেন (২৩টি)। তার কাছাকাছি আছেন জুভেন্টাসের ডুসান (১৫ গোল)। লিগে ৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইন্টার মিলান। ৩১ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে আছে এসি মিলান। জুভেন্টাস অবস্থান করছে তিন নম্বরে (৫৯ পয়েন্ট)। লিগে বাকি আর ৮ ম্যাচ। এর মধ্যে চারটি ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত ইন্টার মিলানের। লিগ শিরোপা জয়ের উৎসব করার প্রস্তুতিই নিচ্ছে এখন ইন্টার মিলানের সমর্থকরা।

সর্বশেষ খবর