সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

‘টিম ডিরেক্টর’ হতে চান না খালেদ মাহমুদ

গত বিশ্বকাপে যা করেছি, আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে সেই কাজটা যায় না। হয়তো আমি অত বড় কোচ নই, হয়তো অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও আমি মনে করি আমার সম্মান আছে। -খালেদ মাহমুদ সুজন

ক্রীড়া প্রতিবেদক

‘টিম ডিরেক্টর’ হতে চান না খালেদ মাহমুদ

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ‘টিম ডিরেক্টর’ ছিলেন খালেদ মাহমুদ সুজন। শুধু বিশ্বকাপ নয়, এর আগেও বহু আসরে ও সিরিজে টিম ডিরেক্টর ছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক মাহমুদ। ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের বাজে পারফরম্যান্সের তদন্ত রিপোর্ট জমা দেন ক্রিকেট বোর্ডের কাছে। সেই রিপোর্ট প্রকাশ করতে বারবার তাগাদাও দিয়েছেন তিনি। কিন্তু কোনো এক অজানা কারণে সেটা প্রকাশ করেনি বিসিবি। গতকাল বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গতকাল মিডিয়ার মুখোমুখিতে বিশ্বকাপে তার অবস্থান নিয়ে বোমা ফাটিয়েছেন। পরিষ্কার করে জানিয়েছেন ওয়ানডে বিশ্বকাপে তিনি যথাযথ সম্মান পাননি। শুধু তাই নয়, ভবিষ্যতে টিম ডিরেক্টর হিসেবে কাজ করতে চান না, ‘গত বিশ্বকাপে যা করেছি, আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে সেই কাজটা যায় না। হয়তো আমি অত বড় কোচ নই, হয়তো অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও আমি মনে করি আমার সম্মান আছে। গত বিশ্বকাপে সেই সম্মানটুকু পাইনি। আমি টিম ডিরেক্টর পদে আর যেতে চাই না। নিজের জীবন নিয়ে আমি খুবই খুশি। আবাহনীতে কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। খুবই খুশি আমি। দেশের ক্রিকেটের কোনো উন্নয়নে যদি কোনো সহায়তা করতে হয়, অবশ্যই করব। কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টগুলো হয়তো আমার জন্য ঠিক নয়। আসলে সেসব আমার জন্য নয়।’

শোনা যায়, ওয়ানডে বিশ্বকাপে খালেদ মাহমুদকে টিম ডিরেক্টর হিসেবে পাঠিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোচিং প্যানেলের কাছে বোর্ড সভাপতির নির্দেশনা ছিল, যেন দলের পরিকল্পনায় টিম ডিরেক্টরের মতামত থাকে। কিন্তু টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে সে পথে হাঁটেননি। অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে পরিকল্পনা করেছেন। এ ছাড়া হাতুরাসিংহে দলের ওপর শত ভাগ প্রভাব বিস্তার করতে চান স্বৈরাচারী মনোভাবে। কোচের এই আচরণ ক্রিকেটারদের অনেকেই পছন্দ করেন না। অথচ টাইগারদের কোচ হওয়ার পেছনে অন্যতম প্রস্তাবক ছিলেন খালেদ মাহমুদ। গতকাল মিডিয়ার মুখোমুখিতে টাইগাদের কোচ নিয়ে মাহমুদ বলেন, ‘হাতুরাসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে, ততে আমার কী যায় আসে?’

এর আগেও মাহমুদ বহুবার জানিয়েছেন, জাতীয় দলের কোনো দায়িত্বে আসতে চান না। কিন্তু বিসিবি সভাপতির অনুরোধে দায়িত্ব নিতে বাধ্য হন বিসিবি পরিচালক। এবার তিনি বিশ্বাস করেন, বিসিবি সভাপতি তাকে আর অনুরোধ করবেন না, ‘অনেক বার বলেছি জাতীয় দলে ফিরব না। আমি সবসময় একটা কথা মানি, পাপন ভাই (বোর্ড সভাপতি নাজমুল হাসান) প্রেসিডেন্ট, মানে আমার অধিনায়ক। উনি যখন বলবেন ফাইন লেগে ফিল্ডিং করতে হবে, আমাকে ছুটে গিয়ে ফাইন লেগেই ফিল্ডিং করতে হবে। আমার মনে হয়, পাপন ভাই আর বলবেন না আমাকে ফাইন লেগে যেতে। আমি মনে করি আমি এখন আর কোনো সমাধান নই।’

 

 

সর্বশেষ খবর