সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

৩ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন লেভারকুজেন

ক্রীড়া ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় শিরোপা জয় থেকে আর মাত্র তিন পয়েন্ট দূরে আছে বায়ার লেভারকুজেন। শনিবার বুন্দেসলিগার ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-৩ গোলে হেরেছে হেইডেনহেইমের কাছে। একই দিনে লেভারকুজেন ১-০ গোলে হারিয়েছে ইউনিয়ন বার্লিনকে। বায়ার্নের পরাজয়ের লিগ শিরোপা জয় করা আরও সহজ হয়ে গেল লেভারকুজেনের। আর মাত্র একটা ম্যাচ জিতলেই শিরোপা উৎসব করতে পারবে তারা। লিগে ২৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জাভি আলোনসোর দল বায়ার লেভারকুজেন। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বায়ার্ন মিউনিখ। ৬০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা তিন নম্বরে আছে স্টুটগার্ট। লিগে ম্যাচ বাকি আর মাত্র ৬টি। এর মধ্যে একটিতে জিতলেই প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে লেভারকুজেন। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব লিগে পাঁচবার রানার্সআপ হলেও কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি। তাদের অর্জন বলতে জার্মান কাপে একবার শিরোপা জয় করা (১৯৯২-৯৩ মৌসুম)।

 

 

সর্বশেষ খবর