সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া লিভারপুলের

লিভারপুল ২ - ২ ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া লিভারপুলের

আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি ছিল জার্গেন ক্লপের লিভারপুলের। কিন্তু সেই সুযোগটি হাতছাড়া করেছে লিভারপুল। ওল্ড ট্রাফোর্ডে চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচটিতে জিততে পারেনি। ২-২ গোলে ড্র করেছে। এই ড্রয়ে লাভ হয়েছে আর্সেনালের। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে গানাররা। ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭১। ম্যান ইউর কাছে পয়েন্ট হারানোয় দুইয়ে অবস্থান করছে লিভারপুল। দলটির পয়েন্ট ৩১ ম্যাচে ৭০। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। গতকাল রাতে শুরুতে এগিয়ে যায় লিভারপুল। ২৩ মিনিটে ক্লপ বাহিনীকে এগিয়ে নেন দিয়াজ। প্রথমার্ধে শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫০ মিনিটে ম্যানইউ সমতা আনে ব্রুনো ফার্নান্দেজের গোলে।

৬৭ মিনিটে ম্যানইউ এগিয়ে যায় কভি মাইনোর গোলে। ২-১ ব্যবধানে ম্যাচ যখন শেষের দিকে গড়াচ্ছিল, তখন অন্তিম মুহূর্তে পেনাল্টিতে সমতা আনেন লিভারপুলের মিসরিয়ান স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। ড্র করে ম্যান ইউর পয়েন্ট ৪৯। গতকালের ম্যাচ শেষে এখন শিরোপা রেসে মূলত তিন দল-আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তিন দল থেকে যে কেউ শিরোপা জিততে পারে।      

সর্বশেষ খবর