মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গুরু-শিষ্যের লড়াই

ক্রীড়া ডেস্ক

গুরু-শিষ্যের লড়াই

লুইস এনরিকে বার্সেলোনার কোর্চের দায়িত্ব নেন ২০১৪ সালে। সেসময় জাভি হার্নান্দেজ ছিলেন দলটির অধিনায়ক। এনরিকে-জাভি জুটি সেই মৌসুমে (২০১৪-১৫) বার্সেলোনা ট্রেবল শিরোপা উপহার দেন। লা লিগা, কোপা দেল রে কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সবই জয় করে দলটি। একসময়কার গুরু-শিষ্য এখন পরস্পরের প্রতিপক্ষ। কাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে পিএসজি এবং বার্সেলোনা। পিএসজির কোচ এনরিকে এবং বার্সার কোচ জাভি হার্নান্দেজ। লড়াইটা কেবল আর পিএসজি-বার্সার মধ্যেই থাকেনি। দুই গুরু-শিষ্যের মনস্তাত্ত্বিক লড়াই হয়ে উঠেছে। পিএসজি-বার্সার লড়াইয়ের আগে আরও এক কঠিন লড়াই দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি। দুই দল টানা তৃতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে। আগের দুটি লড়াই ছিল সেমিফাইনালে। এবার কোয়ার্টার ফাইনালে। আগের দুইবারের লড়াইয়ে একবার রিয়াল মাদ্রিদ এবং একবার ম্যানসিটি জয় পেয়েছে। এবার জিতবে কারা! চলতি মৌসুমে দুর্দান্ত খেলছে রিয়াল মাদ্রিদ। দলটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসাস জুনিয়র বড় তারকা হয়ে উঠেছেন। অন্যদিকে ডি ব্রুইন, হলান্ডদের নিয়ে ম্যানসিটিও ভয়ঙ্কর এক দল। ফুটবলপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয় একটা লড়াই অপেক্ষা করছে আজ রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যূতে। এছাড়াও আজ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ। আর্সেনাল দীর্ঘদিন পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ ২০২০ সালে শেষবার জয় করেছে চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে সবচেয়ে আকর্ষণীয় লড়াই হয়ে উঠতে পারে বার্সা-পিএসজি লড়াই। কাল রাতে পিএসজির মাঠে অতিথি হচ্ছে বার্সেলোনা। দুই দল এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ১২বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারবার করে জয় পেয়েছে দুই দল। বাকি চারবার ড্র হয়েছে। একদিনে আছেন কিলিয়ান এমবাপ্পেরা। অন্যদিকে লেবানডস্কি, গুন্ডোগান, টার স্টেগানরা। মৌসুমের অন্যতম সেরা এক লড়াই হতে পারে এটি। কাল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো এবং বুরুসিয়া ডর্টমুন্ডও।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এবার সবচেয়ে বেশি তিনটি দল খেলছে স্পেন থেকে। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা, তিন দলেরই সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে। ইংল্যান্ড ও জার্মানি থেকে দুটি করে এবং ফ্রান্স থেকে একটি দল আছে শেষ আটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর