মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নারী ফুটবলারদের সঙ্গে বাফুফের চুক্তি

নারী ফুটবলারদের সঙ্গে বাফুফের চুক্তি

গত বছর ১৬ আগস্ট নারী ফুটবলারদের সঙ্গে ছয় মাসের চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১ সেপ্টেম্বর কার্যকর হওয়া সে চুক্তি শেষও হয়ে গেছে নতুন বছরের ফেব্রুয়ারিতে। এখন নতুন চুক্তির উদ্যোগ নিয়েছে বাফুফে। যেহেতু ফিফার ফান্ড থেকে এখন বেতন দেওয়া হবে সে ক্ষেত্রে চুক্তি নবায়ন করতে বাধা নেই। তবে চুক্তিতে ছয় নতুন মুখের দেখা মিলতে পারে। বাদ পড়ছেন দুজন। আগের চুক্তিতে দ্বিতীয় ক্যাটাগরিতে থাকা উন্নতি খাতুন ক্যাম্পে যোগ দেননি।

স্বাভাবিকভাবেই তিনি বাদ যাবেন। সেই সঙ্গে পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়ায় আরেকজনের নাম কাটা যাবে। নতুন করে চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন ছয় নারী ফুটবলার। জুনিয়র সাফে শিরোপাজয়ী দুই দলের খেলোয়াড়রা এখানে অগ্রাধিকার পাবেন। ফিফার ফান্ড থেকে বেতন দেওয়া হলেও নতুন চুক্তিতে অঙ্কের পরিমাণ বাড়ছে না। আগে ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ বেতন ছিল ৫০ হাজার ও সর্বনিম্ন ১৫ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরি ৩০ হাজার টাকা। নতুন চুক্তিতে তা-ই বহাল থাকবে।

সর্বশেষ খবর