মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

টাইগারদের আরেক কোচ নাথান

ঈদের ছয় দিনের ছুটি শেষে কর্মব্যস্ত জীবন শুরু হয়েছে। ক্রিকেটাররা মাঠে ফিরেছেন। জাতীয় দলের ক্রিকেটাররা ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। খেলছেন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। লিগ প্রায় শেষ। এরপর সুপার লিগ। সুপার সিক্সের মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আফ্রিকান দেশটির বিপক্ষে সিরিজে কাজ করতে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগারদের ‘হেলথ অ্যান্ড স্ট্রেন্থ কন্ডিশনিং’ কোচ নাথান কেলি। গত ওয়ানডে বিশ্বকাপের পর টাইগারদের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ খালি হয়েছিল। সেটা পূরণ করছে বিসিবি। পেস বোলিং কোচ হিসেবে জেমস অ্যান্ডারসনকে এবং ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। এবার নতুন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন নাথান কেলি। অস্ট্রেলিয়ার নাগরিক কেলির কার্যক্রম শুরু হবে ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। গত রবিবার রাতে কেলি ঢাকায় এসেছেন এবং গতকাল মিরপুরে গিয়েছিলেন। কেলির কোচিংয়ের বিষয় নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে নিউসাউথ ওয়েলস দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮-২০২১ সাল পর্যন্ত।

সর্বশেষ খবর