মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চ্যাম্পিয়ন লেভারকুজেন

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন লেভারকুজেন

বায়ার লেভারকুজেন ১২০ বছরের ইতিহাস বদলে দিল। জার্মান বুন্দেসলিগায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। গত রবিবার লেভারকুজেন ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়ের্ডার ব্রেমেন। দলের পক্ষে হ্যাটট্রিক করেন ফ্লোরিয়ান ওয়ার্টজ। এ ছাড়া একটি করে গোল করেন ভিক্টর বোনিফেস এবং গ্র্যানিট জাকা। ৫ ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে লেভারকুজেন। ২৯ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্রয়ে ৭৯ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। বাকি পাঁচ ম্যাচ অপরাজিত থাকলেই দারুণ এক রেকর্ড গড়বে দলটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪৩ ম্যাচ খেলে ৩৮ ম্যাচ জয় করেছে তারা। ড্র করেছে বাকি পাঁচটিতে। অপরাজিত থাকার এ রেকর্ডটা মৌসুমের শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেই দারুণ এক রেকর্ড গড়বে লেভারকুজেন। পর্তুগিজ ক্লাব বেনফিকা ১৯৬০-এর দশকে টানা এক মৌসুম অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল। ১২০ বছর ধরে লিগ শিরোপা জয় করতে ব্যর্থ হওয়ায় দলটাকে অনেকে খোটা দিয়ে ‘নেভারকুজেন’ বলত। এবার থেকে আর কেউ তাদের অন্তত নেভারকুজেন বলবে না।

সর্বশেষ খবর