মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

লিভারপুল আর্সেনালের হারে শীর্ষে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

লিভারপুল আর্সেনালের হারে শীর্ষে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় মৌসুমের শেষ মুহূর্তে বার বার রং বদলাচ্ছে। কখনো লাল, কখনো লাল-সাদা আবার কখনো আকাশি নীলের জয়গান চলছে। মৌসুমের ছয় ম্যাচ বাকি থাকতে এককভাবে শীর্ষ স্থান দখলে নিল ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্ডিওলার দল। সমান ম্যাচে আর্সেনাল ও লিভারপুলের সংগ্রহ ৭১ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে আর্সেনাল। তিন নম্বরে আছে লিভারপুল।

গত শনিবার ম্যানচেস্টার সিটি লিগ ম্যাচে নিজেদের মাঠে লিউটন টাউনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। পরের দিন লিভারপুল এনফিল্ডে ১-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। দুই ফেবারিটের পরাজয়ের শীর্ষস্থানে বেশ মজবুত আসনই গেড়েছে ম্যানচেস্টার সিটি। সামনে আর কোনো পয়েন্ট না হারালেই টানা চতুর্থ বারের মতো ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হবে পেপ গার্ডিওলার দল। লিগে ম্যানসিটি মুখোমুখি হবে ব্রাইটন, নটিংহ্যাম ফরেস্ট, উলভারহ্যাম্পটন, ফুলহ্যাম, টটেনহ্যাম এবং ওয়েস্ট হ্যামের। খুব কঠিন প্রতিপক্ষ নেই তাদের সামনে। অন্যদিকে আর্সেনালের সামনে চেলসি এবং ম্যানইউ ম্যাচ বাকি। লিভারপুলের সামনেও অবশ্য খুব কঠিন কোনো ম্যাচ নেই। লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়েই আছে ম্যানচেস্টার সিটি। দীর্ঘদিন পর শিরোপা জয়ের খুব কাছে গিয়েও কি ব্যর্থ হবে আর্সেনাল! শেষবার তারা ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করেছে ২০০৩-০৪ মৌসুমে।

সর্বশেষ খবর