মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ট্রেবল মিশনে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগে টানা পঞ্চম শিরোপা জয়ের পথে এগিয়ে রয়েছে বসুন্ধরা কিংস। ১১ ম্যাচে সর্বোচ্চ ২৮ পয়েন্ট তাদের অ্যাকাউন্টে। সমান ম্যাচে মোহামেডান ২৩ ও আবাহনীর সংগ্রহ ১৯ পয়েন্ট। এখনো দ্বিতীয় লেগে অনেক ম্যাচ বাকি। তারপরও যে গতিতে অস্কারের শিষ্যরা এগিয়ে চলেছেন তাতে বড় অঘটন না ঘটলে কিংসেরই কিং হওয়ার সম্ভাবনা বেশি। মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয় কিংস। লিগেও তারা এগিয়ে রয়েছে। দুটি ট্রফি জিতলেই তাদের এক মৌসুমে টানা তিন অর্থাৎ ট্রেবল জয়ের সম্ভাবনা রয়েছে। ঢাকা মোহামেডান একাধিকবার ট্রেবল জিতলেও পেশাদার ফুটবল শুরুর পর এ কৃতিত্ব শুধু শেখ রাসেল ক্রীড়াচক্রের রয়েছে। ২০১২-১৩ মৌসুমে তারা লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়।

বসুন্ধরা কিংসের গত মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল। স্বাধীনতা কাপ ও লিগ জিতলেও ফেডারেশন কাপে তারা সেমিফাইনালে মোহামেডানের কাছে হারলে তা আর সম্ভব হয়নি। আজ সেই ফেডারেশন কাপে নকআউট পর্বে মাঠে নামছে কিংস। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে তারা রহমতগঞ্জের বিপক্ষে লড়বে। ট্রেবলের সম্ভাবনা জাগিয়ে রাখতে ম্যাচে কিংসকে জিততেই হবে। প্রতিপক্ষ রহমতগঞ্জ বলেই সতর্ক রাকিবরা। ঈদে ঢাকার আশপাশে থাকা খেলোয়াড়দের কিংস ম্যানেজমেন্ট ছুটি দিলেও দূরে থাকা খেলোয়াড়রা ঠিকই অনুশীলনে ছিলেন। সুযোগ যখন আছে তখন আর হাত ছাড়া করতে চায় না কিংস।

সর্বশেষ খবর