বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ট্রেবলে চোখ রেখে সেমিতে কিংস

বসুন্ধরা কিংস ২ - ০ রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

ট্রেবলে চোখ রেখে সেমিতে কিংস

পেশাদার ফুটবল লিগে আবির্ভাবের পর টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। তিনবার স্বাধীনতা কাপ এবং দুবার ফেডারেশন কাপের ট্রফি জয়ের রেকর্ড রয়েছে। অভিষেকের ছয় বছরের মাথায় ৯টি শিরোপা জয়। ঘরোয়া ফুটবল ইতিহাসে তো বটেই দক্ষিণ এশিয়ার কোনো ক্লাবই শুরু থেকে তা পারেনি। এরপরও কিংসের আফসোস থেকেই যাচ্ছে। টানা চার শিরোপায় লিগে অপরাজিত থাকতে পারেনি। এমনকি টানা পঞ্চমবার লিগ জয়ের উজ্জ্বল সম্ভাবনা থাকলে এবারও অপরাজিত নেই। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও প্রথম লেগে মোহামেডানের কাছে হার মেনেছে। যারা ঘরোয়া ফুটবলে অতীতে সব রেকর্ড ভেঙে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে। তাদের কাছে লিগে অপরাজিত না থাকাটা বড় ট্র্যাজেডিও বলা যায়।

কিংসের আক্ষেপ অনেকটা ঢেকে যাবে যদি তারা চলতি মৌসুমে তিন শিরোপা ঘরে তুলতে পারে। মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে। বড় কোনো অঘটন না ঘটলে লিগেও শিরোপা ধরে রাখার সম্ভাবনা বেশি। এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপেও কিংস সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এখন আর দুই ম্যাচ জিতলেই বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন। ট্রেবল শিরোপা জেতাটা নিঃসন্দেহে গৌরবের। ঢাকা মোহামেডান একাধিকবার এক মৌসুমে ফুটবলে তিন ট্রফি জিতলেও বাংলাদেশে পেশাদার অধ্যায় শুরু হওয়ার পর এ কৃতিত্ব শুধু শেখ রাসেল ক্রীড়াচক্রের রয়েছে। ২০১২-১৩ মৌসুমে দলটি ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও লিগে চ্যাম্পিয়ন হয়।

পেশাদার ফুটবলে আগমনের পর শেখ রাসেল একমাত্র ট্রেবল শিরোপা জিতলেও প্রথম শ্রেণির ফুটবলে কিংসই হবে অভিষেকের অল্প সময়ের মধ্যে ট্রেবল জেতা দল। যা মোহামেডানও পারেনি। তবে সেই ইতিহাস লিখতে রবসনদের লিগ জিততে হবে, তারপর ফেডারেশন কাপে সেমিফাইনাল ও ফাইনাল জিততে হবে। গতকাল তারা গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে আসরের কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করে। ব্যবধান বড় না হলেও জয় পেতে কিংসকে বেগ পেতে হয়নি। হালকা মেজাজে খেলেই জয়ের উৎসব করেছে তারা। গোল পেতে কিংসকে অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট। অধিনায়ক রবসন রবিনহোর সাজিয়ে দেওয়া বলে দারুণ শটে গোল করেন সোহেল রানা সিনিয়র। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমফন উদো।

সর্বশেষ খবর