বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভারতের বিপক্ষে ১৫ সদস্যের নারী ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে ১৫ সদস্যের নারী ক্রিকেট দল

ভারতের বিপক্ষে পাঁচ টি-২০ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে ভারতীয় মেয়েরা। সিরিজ শুরু হবে ২৮ এপ্রিল থেকে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তি দিয়ে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য নারী দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে ১৫ বছরের হাবিবা ইসলাম পিঙ্কিও স্থান পেয়েছেন। অধিনায়ক নিগার সুলতানা, সহঅধিনায়ক নাহিদা আক্তাররা তো আছেনই। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ খেলতে নামবে ২৮ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল, ২, ৬ ও ৯ মে আরও চারটি টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশের মেয়েরা। দুটি সিরিজেই ৩-০ ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবিয়া হায়দার, হাবিবা ইসলাম পিঙ্কি। স্ট্যান্ড বাই : সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার।

সর্বশেষ খবর