বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শিরোপার কাছাকাছি মেরিনার্সও

ক্রীড়া প্রতিবেদক

শিরোপার কাছাকাছি মেরিনার্সও

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে উত্তেজনা এখন তুঙ্গে। মোহামেডান, আবাহনী ও মেরিনার্স তিন দলের মধ্যে কে চ্যাম্পিয়ন হবে তা জানতে আগামীকাল ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেষের দিকে এসে লিগে আবার ধূম্রজাল তৈরি হয়েছে। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে মেরিনার্স ইয়াংস ৯-২ গোলে এলিফেন্ট রোডের অ্যাজাক্সকে পরাজিত করেছে। এর ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আবাহনীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মেরিনার্স। মোহামেডান ৩৫ পয়েন্টে এককভাবে শীর্ষে রয়েছে। হিসাবটা পরিষ্কার আগামীকাল আবাহনীকে হারাতে পারলেই সর্বোচ্চ ৩৮ পয়েন্ট পেয়েই শিরোপার উৎসব করবে সাদা-কালোরা। ড্র করলেও চ্যাম্পিয়ন হবে, যদি আগামীকাল মেরিনার্স সুপার সিক্সে তাদের শেষ ম্যাচে পুলিশের বিপক্ষে ড্র করে।

এদিকে মেরিনার্স বা আবাহনীরও এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার পথ খোলা রয়েছে। এই ক্ষেত্রে মেরিনার্স যদি পয়েন্ট হারায় তখন মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন হবে আবাহনী। উল্টোটাও হতে পারে। মেরিনার্স শেষ ম্যাচে জয় পেলে তখন আবাহনী-মোহামেডান ড্র করলে মেরিনার্স এককভাবে শিরোপা ধরে রাখবে। সমস্যা হচ্ছে, আবাহনী ও মেরিনার্সের সমান পয়েন্ট হতে পারে। এক্ষেত্রে দুই দল শেষ ম্যাচ জিতলে সমানভাবে তখন পয়েন্ট হবে ৩৭।

প্রশ্ন হচ্ছে তখন ফেডারেশন কী সিদ্ধান্ত নেবে? প্রশ্নটা উঠেছে ফেডারেশনের কর্মকর্তাদের ভিন্ন মন্তব্যের কারণে। এতদিন শুধু তারা নয়, ক্লাব কর্মকর্তারাও বলে আসছিলেন লিগের শেষে শীর্ষ দুই দলের পয়েন্ট যদি সমান হয়, তাহলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। প্লে-অফ ম্যাচের কথা কেউ মুখেও উচ্চারণ করেননি। অথচ বাইলজে নাকি প্লে-অফের কথা লেখা আছে। গতকাল তা মেরিনার্সের কোচ মামুন উর রশিদ জানালেন। ‘বাইলজে আছে শীর্ষ দুই দলের পয়েন্ট সমান হলে আলাদাভাবে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে।’ তবে ক্লান্ত অবস্থায় দুই দল প্লে-অফ খেলতে রাজি হবে কি না সেটাও দেখার বিষয়।

এ তো গেল শিরোপার কথা। গতকাল মেরিনার্সের জয়ে জোড়া হ্যাটট্রিক হয়েছে। সোহানুর রহমান সবুজ চার গোলসহ হ্যাটট্রিক করেন। ১৯৯৫ সালে লিগে ৪০ গোল করে রেকর্ড গড়েন ঊষার রফিকুল ইসলাম কামাল। সেই রেকর্ড ভাঙার পথে সবুজ। প্রশ্ন হচ্ছে সবুজের গোলসংখ্যা কত? ফেডারেশনের হিসাবে গতকালকের চার গোল নিয়ে সবুজ এখন ৩৮ গোলের মালিক। কিন্তু কোচ মামুন বলছেন, আসলে সবুজের গোল ৩৯। প্রথম পর্বে দিলকুশার বিপক্ষে তার ১টি গোল ধরা হয়নি। আসলে কোনটা ঠিক।

 

 

সর্বশেষ খবর