বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সুপার লিগে শেষ দুই দল কারা

ক্রীড়া প্রতিবেদক

সুপার লিগে শেষ দুই দল কারা

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড শুরু হচ্ছে আজ। লিগে একমাত্র অপরাজিত দল আবাহনী। দলটি ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়নরা। দশম রাউন্ড পর্যন্ত সুপার লিগের চার দল নিশ্চিত হয়েছে। দল চারটি আবাহনী, শেখ জামাল, শাইনপুকুর ও মোহামেডান। বাকি দুই দলের লড়াইয়ে রয়েছে প্রাইম ব্যাংক, লিজেন্ড অব রূপগঞ্জ ও গাজী ক্রিকেটার্স। তিন দলের পয়েন্ট ১২। ০.৪১৪ রান রেটে এগিয়ে প্রাইম ব্যাংক। লিজেন্ড অব রূপগঞ্জের রান রেট ০.২৮৮ এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের রান রেট ০.২৫৩। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে গাজী টায়ার্সের প্রতিপক্ষ তামিম ইকবালের প্রাইম ব্যাংক। যদি প্রাইম ব্যাংক বড় ব্যবধানে জিতে যায়, তাহলে সুপার সিক্স প্রায় নিশ্চিত। কারণ লড়াইয়ের বাকি দুই দল থেকে প্রাইম রান রেটে বেশ এগিয়ে। বিকেএসপিতে সুপার লিগের লড়াইয়ে টিকে থাকা লিজেন্ড অব রূপগঞ্জের প্রবল প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তিনে থাকা শাইনপুকুর। শাইনপুকুরের পয়েন্ট ১৪। সুপার সিক্সে খেলতে জয়ের বিকল্প নেই লিজেন্ড অব রূপগঞ্জের।

সর্বশেষ খবর