বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

অলিম্পিকের মশাল যাত্রা

ক্রীড়া ডেস্ক

অলিম্পিকের মশাল যাত্রা

প্যারিস অলিম্পিকের মশাল জ্বালানো হয়েছে গ্রিসের অলিম্পিয়ায়। এ অনুষ্ঠানে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেন গ্রিক অভিনেত্রী ম্যারি মিনা। গ্রিসের অলিম্পিকজয়ী রোয়িং অ্যাথলেট স্টেফানোস নুসকসের হাতে থাকা অলিম্পিক মশালে আলোকশিখা থেকে আলো জ্বালিয়ে দেন মিনা। ১১ দিন ধরে গ্রিসের বিভিন্ন স্থানে ভ্রমণ করবে এ মশাল। ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির হাতে মশাল তুলে দেওয়া হবে। ফ্রান্সের শহর মার্সেইয়ে মশাল পৌঁছাবে ৮ মে। ২৬ জুলাই প্যারিসে শুরু হবে অলিম্পিকের আসর। শেষ হবে ১১ আগস্ট। প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেট ৩২৯টি ক্রীড়া ইভেন্টে লড়াই করবেন এবারের অলিম্পিকে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর