শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মোহামেডানের ঘর ভাঙছে আবাহনী!

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানের ঘর ভাঙছে আবাহনী!

শাহরিয়ার ইমন

চলতি পেশাদার ফুটবল লিগে ভালো অবস্থানে থাকলেও মোহামেডান শিবিরে হতাশা বিরাজ করছে। কেননা নতুন মৌসুমে তাদের সাজানো ঘর নাকি ভেঙে দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক উইন্ডোর সঙ্গে তাল মিলিয়ে ১ জুন নতুন মৌসুমের দলবদল শুরু করার। তা চলবে আগস্ট পর্যন্ত। তবে দলবদলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতোমধ্যে। ২৯ মে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচ দিয়ে চলতি লিগের পর্দা নামবে। তার দুই দিন পরই শুরু হয়ে যাবে নতুন মৌসুমের দলবদল। বড় দলগুলো সামনের মৌসুমে শক্তি বাড়াতে এখন থেকেই পছন্দের খেলোয়াড়দের দলে টানার প্রতিযোগিতায় নেমেছে। এ ক্ষেত্রে আবাহনী বেশ তৎপর। এর কারণও রয়েছে। এবার ব্যর্থ হলে টানা পাঁচ লিগে শিরোপা থেকে বঞ্চিত থাকবে। আর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন না হতে পারলে টানা দুই মৌসুম ট্রফিশূন্য থাকবে তারা; যা আবাহনীর মতো বড় দলের জন্য ভরাডুবির সমান। তাই সামনের মৌসুমে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে শক্তিশালী দল গড়ার উদ্যোগ নিয়েছে পেশাদার লিগে সর্বোচ্চ শিরোপা জেতা দলটি। আর তাদের চোখ মোহামেডানের দিকেই। জানা গেছে, এরই মধ্যে নাকি ডিফেন্ডার হাসান মুরাদ, মেহেদী হাসান, মিডফিল্ডার শাহারিয়ার ইমনের সঙ্গে সবকিছু চূড়ান্ত করে ফেলেছে আবাহনী।

এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে জাফর ইকবাল ও মানিক মিয়া মোল্লার সঙ্গে। এমনকি গুঞ্জন রয়েছে, উজবেকিস্তানের মুজাফফরভকে বড় অঙ্কের পারিশ্রমিকের অফার দেওয়ার। উল্লিখিত নামগুলোই মোহামেডানের বড় শক্তি। এরা যদি চলে যান তাহলে আগামী মৌসুমে দলে বিপর্যয় নেমে আসবে। এ ব্যাপারে মোহামেডানের পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘এটা সত্যি, এমন গুজব বাতাসে ভাসছে। তবে যাদের নাম শুনছি তাদের ধরে রাখতে সবকিছুই চূড়ান্ত করে ফেলেছি। এ নিয়ে সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই। লিগটা শেষ হোক তারপর আসল চিত্র সবাই দেখবেন।’

সর্বশেষ খবর