শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ট্র্যাকে দৌড়াবে টিম টাইগার

ক্রীড়া প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২০ দলের টি-২০ বিশ্বকাপ শুরু জুনে। ২০ ওভারের বিশ্বকাপের জন্য নাজমুল হোসেন শান্তদের অফিশিয়াল প্রস্তুতি শুরু হবে আগামীকাল। সে দিনই ঢাকায় আসছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। টাইগার হেড কোচের পরিকল্পনা নিয়েই অনুশীলন শুরু হবে নাজমুল শান্তদের। তার আগে আজ সকালে বঙ্গবন্ধু অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়াবেন বিশ্বকাপ স্কোয়াডের জন্য সম্ভাব্য ৩০ ক্রিকেটার। নতুন ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে ৪-৫ রাউন্ড দৌড়াবেন টাইগার ক্রিকেটাররা। এরপর জিম করবেন মিরপুরের জিমনেশিয়ামে। বহুদিন পর ক্রিকেটাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড়াবেন। এক সময় জাতীয় দলের ক্যাম্প হতো বঙ্গবন্ধুতে। এরপর পরিবর্তিত হয়ে বিকেএসপিতে ক্যাম্প করতেন ক্রিকেটাররা। এখন সময় পাল্টেছে। ক্রিকেটারদের ক্যাম্প হয় মিরপুর স্টেডিয়ামে। অনুশীলন করে একাডেমি মাঠ ও সেন্টার উইকেটে।

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে। দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ জুন নিউইয়র্কে। ১৩ জুন তৃতীয় ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে এবং ১৭ জুন শেষ ম্যাচ নেপালের বিপক্ষে একই ভেন্যুতে। বিশ্বকাপের আগে দুটি টি-২০ সিরিজ খেলবে নাজমুল বাহিনী। অবশ্য সিরিজ দুটির আগে অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের অধিকাংশই নিজেদের প্রস্তুত করছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলে। ইনজুরির জন্য খেলছেন সৌম্য সরকার। ৩ ম্যাচ খেলার পর সুপার লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ওয়ানডে খেলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে নাজমুলরা টি-২০ ম্যাচ খেলবেন ৫টি। ৩, ৫ ও ৭ মে ম্যাচ তিনটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং ১০ ও ১২ মে মিরপুর স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ। এরপর টাইগাররা ৩ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। হিউস্টনে ম্যাচ তিনটি খেলবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ মে। ৮টি টি-২০ ম্যাচ খেলে বাংলাদেশ খেলতে নামবে বিশ্বকাপের মূল আসরে।  

 

সর্বশেষ খবর