শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সিটিকে কাঁদিয়ে সেমিতে রিয়াল

ক্রীড়া ডেস্ক

সিটিকে কাঁদিয়ে সেমিতে রিয়াল

রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার ঠান্ডা মাথায় বলটি যখন জালে পাঠান, তখন ডাগ আউটে থাকা ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা হতাশায় মুখ ঢেকে ফেলেন দুই হাতে। রুডিগারের গোলে শুধু কোচ নন, টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার হতাশায় ঘরের মাঠ ইতিহাদে শুয়ে পড়েন কেভিন ডি ব্রুইন, বার্নার্ড ডি সিলভারা। বিপরীতে বর্তমান চ্যাম্পিয়ন ফেবারিট ম্যান সিটিকে ছিটকে দেওয়ার আনন্দে লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রিয়াল কোচ কার্লোস অ্যানচেলত্তি। বাধভাঙায় মেতে ওঠেন রিয়ালের লুকা মদ্রিচ, এডারসন, জুড বেলিংহ্যাম, লুকাস ভাসকেস, নাচো ফার্নান্দেজরা। পরশু রাতের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের পরিসংখ্যানে দেখা গেছে, ম্যান সিটি বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। অথচ ম্যাচ শেষে জয়ের উৎসবে মেতেছে অ্যানচেলত্তির রিয়াল মাদ্রিদ। ইতিহাদে দ্বিতীয় লেগের ম্যাচটির পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ছিল। রিয়ালের মাটিতে প্রথম লেগের ম্যাচ ড্র ছিল ৩-৩ গোলে। সেমিফাইনাল খেলতে দুই দলকেই জিততে হতো- এমন সমীকরণের ম্যাচের ফলাফল হয়েছে টাইব্রেকারে। নির্ধারিত ৯০ মিনিটের পর ১২০ মিনিটও ম্যাচটি ড্র ছিল ১-১ গোলে। এরপর বাইলজ অনুযায়ী ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ ৪-৩ ব্যবধানে জেতে গোলরক্ষক আন্দ্রি লুনিনের অবিশ্বাস্য দৃঢ়তায়। রিয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে সমতা আনেন সিটির বেলিজিয়াম মিডফিল্ডার ডি ব্রুইন। এরপর অতিরিক্ত সময়েও কেউ গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৪-৩ গোলে জয়ী রিয়ালের পক্ষে গোলগুলো করেন জুড বেলিংহ্যাম, লুকাস ভাসকেস, নাচো ফার্নান্দেজ ও অ্যান্টোনিও রুডিগার এবং মিস করেন লুকা মদ্রিচ। সিটির পক্ষে গোল মিস করেন বার্নার্দো সিলভা ও মাতেও কোভাসিচ।

সর্বশেষ খবর