শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পেশাদার লিগে আসছে ওয়ান্ডারার্স!

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগে আসছে ওয়ান্ডারার্স!

ক্রীড়াঙ্গন থেকে একসময় ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স হারিয়ে যেতে বসেছিল। তারা ফুটবলে কোন লিগে খেলছে তা ছিল অনেকের কাছে অজানা ছিল। পাকিস্তান আমলে  ছয়বার প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়নের পর তাদের আর কোনো সাফল্য নেই। স্বাধীনতার পর ১৯৭৩ সালে লিগে রানার্সআপ ও ১৯৮৭ সালে ফেডারেশন কাপে রানার্সআপ হওয়াটাই ছিল বড় প্রাপ্তি। এরপর নানা সমস্যার কারণে ওয়ান্ডারার্স নামটি যেন অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল। আশার কথা, সেই ওয়ান্ডারার্সই এখন দেশের ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর পেশাদার লিগ খেলার স্বপ্ন দেখছে। তা-ও আবার আগামী মৌসুমেই। ওয়ান্ডারার্স যে আছে তা টের পাওয়া যাচ্ছে পেশাদার ফুটবলে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়ন্স লিগে দাপটের স্বাক্ষর দেখে। চ্যাম্পিয়ন বা রানার্সআপ হলেই পেশাদার লিগ খেলার স্বপ্ন পূরণ হবে তাদের। আট দলে ডাবল পদ্ধতির এ লিগে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান রয়েছে। তাদের আর দুটি ম্যাচ বাকি রয়েছে আজ ওয়ারী, ২৪ এপ্রিল বাফুফে এলিট একাডেমির বিপক্ষে। পেশাদার লিগের স্বপ্ন দেখছে একসময়ের আলোচিত অফিস দল পিডব্লিউডিও। ঘরোয়া ফুটবলে কোনো শিরোপা না জিতলেও বড় দলের পয়েন্ট নষ্ট করতে জুড়ি ছিল না তাদের। তারাও ১২ ম্যাচে ২২ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে তৃতীয় অবস্থানে। আজ এলিট একাডেমি আর ২৩ এপ্রিল ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে দুটি ম্যাচ বাকি। ১২ ম্যাচে ২৩ পয়েন্টে শীর্ষে থেকে ইয়ংমেন্স ফকিরেরপুলেরও পেশাদার লিগে টিকিট পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ১২ ম্যাচে এলিটের সংগ্রহ ২০। তারা যদি চ্যাম্পিয়ন বা রানার্সআপ হয় তবু পেশাদার লিগে সুযোগ পাবে না। বয়সভিত্তিক ফুটবলারদের পারফরম্যান্স যাচাইয়ে এ দলকে শুধু লিগ খেলার অনুমতি দিয়েছে বাফুফে।

সর্বশেষ খবর