শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

এগিয়ে থেকেও জামালের হার

ক্রীড়া প্রতিবেদক

এগিয়ে থেকেও জামালের হার

ম্যাচ সেরা আবাহনীর কর্নেলিয়াস

টানা চার মৌসুম লিগে শিরোপা জিততে পারেনি ঢাকা আবাহনী। এবারও সম্ভাবনা ক্ষীণ বলা যায়। গতকাল তারা গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে। এ জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনেই থাকল লিগে সর্বোচ্চ ছয়বার শিরোপা জেতা দলটি। আজ বসুন্ধরা কিংস যদি ফটিস এফসিকে হারাতে পারে তখন তাদের পয়েন্ট হবে ১২ ম্যাচে ৩১। অর্থাৎ আবাহনী তখন শীর্ষে থাকা দলটির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকবে।

গতকাল পয়েন্ট হারালেই শিরোপা তো দূরের কথা রানার্সআপ রেস থেকে প্রায় ছিটকে যেত। চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন হলেও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে টপকে রানার্সআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে ফটিস এফসির বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে হার ঠেকায় তারা। রেসে টিকে থাকতে আবাহনীর এখন জয়ের বিকল্প নেই। তা ছাড়া শেখ জামাল প্রতিপক্ষ হিসেবে দুর্বলও ছিল না। তাদের বিপক্ষে জেতাটা স্বস্তিই বলা যায়। ম্যাচ জিতলেও প্রথমে গোল করে এগিয়ে যায় শেখ জামাল। আট মিনিটে প্রতিপক্ষের বক্সের বাম প্রান্ত থেকে আবু তোরের কাটব্যাকে বল গতিতে জাল স্পর্শ করেন আবদুল্লাহ। ২৮ মিনিটে আবাহনীর শিবিরে স্বস্তি ফিরে জোনাথনের সমতার গোলে। প্রথমার্ধেই পিছিয়ে থাকা আবাহনী ২-১ ব্যবধানে এগিয়ে যায়। কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করেন। শেষ পর্যন্ত জামালের ম্যাচে ফেরা হয়নি।

অন্যদিকে ময়মনসিংহে এবিজি বসুন্ধরা পেশাদার লিগের ম্যাচে জয় পেয়েছে পুলিশ ফুটবল ক্লাব। তারা ১-০ গোলে হারায় একবারের চ্যাম্পিয়ন শেখ রাসেলকে। ২৬ মিনিটে গোলটি করেন সৈয়দ কাজেম শাহ কিরমানি। ৫৮ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের জিল্লুর রহমান। এ জয়ে জামালকে টপকে ১৭ পয়েন্ট পেয়ে পুলিশ চারে উঠে এলো। ১৫ পয়েন্টে জামালের অবস্থান পাঁচে। ১১ পয়েন্টে সাতেই থাকল রাসেল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর