শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ম্যানসিটির সামনে ডাবলের সুযোগ

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটির সামনে ডাবলের সুযোগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। আরও একবার ট্রেবল জয়ের আশা শেষ হয়ে গেছে পেপ গার্ডিওলার দলের। তবে ঘরোয়া ডাবল জয় করতে পারে দলটি। আজ এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হচ্ছে ম্যানসিটি। জিতলেই ফাইনাল নিশ্চিত। সেখানে দেখা হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড অথবা কভেন্ট্রির সঙ্গে। কাল এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে কভেন্ট্রি-ম্যানইউ মুখোমুখি হবে। ম্যানচেস্টার সিটি গত বছর ইংলিশ লিগের পাশাপাশি এফএ কাপও জয় করেছে। ২০১৯ সালেও তারা ঘরোয়া ডাবল জয় করেছে। আরও একবার কী এই গৌরব অর্জন করতে যাচ্ছে পেপ গার্ডিওলার দল? চেলসির বিপক্ষে সাম্প্রতিক সময়ে বেশ সফল ম্যানসিটি। দুই দলের গত আটটি লড়াইয়ে একবারও জয় পায়নি চেলসি। এর মধ্যে ছয়বারই জয় পেয়েছে ম্যানসিটি। ড্র হয়েছে দুবার। এফএ কাপেও দুই দলের সাম্প্রতি লড়াইয়ে অনেক এগিয়ে ম্যানসিটি। এ টুর্নামেন্টে গত সাতবারের লড়াইয়ে ম্যানসিটিই জয় পেয়েছে পাঁচবার। দুবার জয় পেয়েছে চেলসি। পেপ গার্ডিওলার অধীনে এ দলটা গত আট মৌসুমে সাতবারই এফএ কাপের সেমিফাইনাল খেলেছে।

 

 

সর্বশেষ খবর