শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই

জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই

পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির দক্ষ পরিচালনায় সুষ্ঠুভাবে শেষ হতে চলেছে এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ। শেষের দিকে এসে শিরোপা লড়াই তুঙ্গে। ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স, পিডব্লিউডি, ইয়ংমেন্স ফকিরেরপুল তিন দলের মধ্যে যে কোনো দুটি চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে আগামী মৌসুমে পেশাদার লিগে খেলবে। এখন শুধুই অপেক্ষা। গতকাল শিরোপাপ্রত্যাশী দুই দল ওয়ান্ডারার্স ও পিডব্লিউডি নিজেদের ১৩তম ম্যাচে খেলতে নামে। কেউ জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ওয়ান্ডারার্স গোলশূন্য ড্র করে শতবর্ষের প্রাচীনতম ক্লাব ওয়ারির বিপক্ষে। অন্যদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে এক সময়ে জায়ান্ট কিলার অফিস দল পিডব্লিউডি ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করে বাফুফে এলিট একাডেমির সঙ্গে। পিডব্লিউডির হৃদয় ও শাহিন এবং এলিটের পক্ষে গোল করেন রিফাত ও পারভেজ। এখন শিরোপাপ্রত্যাশী দুই দল ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে।

সর্বশেষ খবর