শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সেই হার ভুলতে পারেননি রাহুল

সেই হার ভুলতে পারেননি রাহুল

গত বছর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের হার এখনো ভুলতে পারেননি কে এল রাহুল। অস্ট্রেলিয়ার কাছে সেই ম্যাচ হারের নেপত্যে কী ভুল তিনি করেছিলেন তা তুলে ধরেছেন মিডিয়ার কাছে। ম্যাচে ১০৭ বল খেলে ৬৬ রান করেন রাহুল। স্ট্রাইক রান রেট ছিল ৬১.৬৮। তিনি বলেন, ‘আমার এ ধীরগতি ব্যাটিং দেখে গ্যালারি ভরা সমর্থকরা বিরক্ত হচ্ছিলেন। আসলে আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। মিচেল স্টার্কের বল অযথা খোঁচা মারতে গিয়ে আউট হয়ে গেলাম। সেই দৃশ্য যখন আমার চোখে ভাসে পানি এসে যায়। ফাইনালের সেই বেদনা কখনো ভুলতে পারব না। নিজ দেশে বিশ্বকাপ হওয়ার পরও চ্যাম্পিয়ন হতে পারলাম না এর চেয়ে বড় আফসোস আর কী হতে পারে। ভারত অবশ্যই ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে, কিন্তু সেই দলে আমি থাকব কি না সেটা নিয়েই চিন্তা।’ আইপিএল চলাকালে এ আক্ষেপের কথা বলেছেন ভারতীয় নির্ভরযোগ্য ব্যাটার।

 

সর্বশেষ খবর