সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে মেসি ম্যাজিক

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রে মেসি ম্যাজিক

লিওনেল মেসি আর সার্জিও বুসকেটস। বার্সেলোনার সেই পুরনো জুটি এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার মাতাচ্ছেন। ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস এবং জর্দি আলবাও নাম লিখিয়েছেন। সাবেক বার্সা তারকাদের ম্যাজিক্যাল ফুটবলে ছুটে চলেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তারা। গতকাল মেসির জাদুকরী ফুটবলে দারুণ জয় পেয়েছে ইন্টার মায়ামি। ন্যাশভিলকে হারিয়েছে ৩-১ গোলে।

ম্যাচের ২ মিনিটেই ফ্রাঙ্কো নেগরির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। তবে দলকে সমতায় ফেরাতে খুব একটা দেরি করেননি মেসি। ১১ মিনিটে লুইস সুয়ারেজের পাসে বল পেয়ে গোল করেন। ৩৯ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন সার্জিও বুসকেটস। ৮১ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন মেসি। এ জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউইয়র্ক রেড বুলস। লিওনেল মেসি চলতি মেজর লিগ সকারে ৭ গোল করার পাশাপাশি ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। গোলদাতার তালিকায় মেসি আছেন দুই নম্বরে। রিয়াল সল্ট লেকের ক্রিস্টিয়ান অ্যারাঙ্গো ৮ গোল করে তালিকার শীর্ষে আছেন। লিওনেল মেসি ক্লাবে যোগ দেওয়ার পর ইন্টার মায়ামি গত মৌসুমে নিজেদের প্রথম শিরোপা জয় করেছে। লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। ফাইনালে গোলটা করেছিলেন লিওনেল মেসিই। এবার মেজর লিগ সকারেও শিরোপার দিকে ছুটছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

সর্বশেষ খবর