মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চ্যাম্পিয়নের ক্ষণ গুনছে রিয়াল

রিয়াল মাদ্রিদ ৩ : ২ বার্সা

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নের ক্ষণ গুনছে রিয়াল

এল ক্ল্যাসিকোর লড়াই মানেই বাড়তি উত্তেজনা। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা লড়াই দেখার অপেক্ষায় থাকেন ফুটবলপ্রেমীরা। দুই দলের সমর্থকদের মধ্যে থাকে তর্কবিতর্ক। গত রবিবারের এল ক্ল্যাসিকো লড়াই নিয়ে একটু বেশিই আগ্রহ ছিল সমর্থকদের। এই লড়াই লা লিগার শিরোপা জয়ের রেসে অনেকটাই সমাধান এনে দিল। রিয়াল মাদ্রিদ ৩-২ গোলের জয়ে লিগ শিরোপার কাছাকাছি পৌঁছে গেল। ম্যাচের শুরুটা দারুণ ছিল বার্সেলোনার জন্য। ৬ মিনিটেই আন্দ্রেস ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ১৮ মিনিটে ভিনিসাস জুনিয়রের পেনাল্টি গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ডি বক্সের ভিতরে বার্সা ডিফেন্ডাররা ভাজকুয়েজকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রিয়ালের পক্ষে। ম্যাচের ৬৯ মিনিটে ফারমিন লোপেজের গোলে ফের এগিয়ে যায় বার্সেলোনা। চার মিনিট পর লুকাস ভাজকুয়েজের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) বেলিংহ্যামের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। দুবার এগিয়ে গিয়েও হারতে হলো বার্সেলোনাকে। অবশ্য ২৮ মিনিটে ইয়ামাল গোল করেছে বলেই দাবি করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। রেফারি ভিএআর দেখে গোলটা দেননি। এই গোলটা দিলে বার্সা জিতত বলেই দাবি জাভির। লা লিগায় চলতি মৌসুমে দুই লেগেই হারল বার্সেলোনা। ২০২০-২১ মৌসুমের পর একই মৌসুমে দুই লেগেই হার দেখতে হলো বার্সা সমর্থকদের। এল ক্ল্যাসিকো জিতে লা লিগা শিরোপার কাছাকাছি পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৮১ পয়েন্ট। শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। লিগে দুই দলেরই ম্যাচ বাকি ছয়টি করে। এর মধ্যে তিন ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হবে রিয়াল মাদ্রিদের। সে ক্ষেত্রে তাদের সংগ্রহ হবে ৯০ পয়েন্ট। বার্সেলোনা সর্বোচ্চ ৮৮ পয়েন্ট সংগ্রহ করতে পারবে চলতি মৌসুমে। এল ক্ল্যাসিকো জিতে রিয়াল মাদ্রিদ কোচ আনসেলত্তি বলছেন, ‘এখানে বিতর্কের কিছু নেই।’ তার মতে, ম্যাচের ২৮ মিনিটে ইয়ামালের ওটা গোল ছিল না। তবে এল ক্ল্যাসিকোর মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে এমন সব বিতর্ক আর উত্তেজনা তো থাকবেই!

সর্বশেষ খবর