মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মিরপুরে আইসিসি কর্মকর্তারা

ক্রীড়া প্রতিবেদক

পরশু ঢাকায় এসেছেন পাঁচ সদস্যের আইসিসি পরিদর্শক দল। পরিদর্শকরা এসেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সব ধরনের সুযোগ সুবিধা দেখতে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসছে নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক বাংলাদেশসহ ১০টি দেশ টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্টের লিগ পর্বের খেলাগুলো সিলেটে। ফাইনাল হবে মিরপুরে। গতকাল আইসিসি পরিদর্শক দল মিরপুর স্টেডিয়ামের সুযোগ-সুবিধাগুলো দেখেন। পরিদর্শকরা আজ সিলেট স্টেডিয়াম পরিদর্শন করবেন। সেখানে ইনার ও আউটার স্টেডিয়ামে খেলা হবে। আসরে বাংলাদেশ সরাসরি খেলছে আয়োজক হিসেবে। এ ছাড়া অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তান সরাসরি খেলছে। বাকি দুটি দল নির্বাচিত হবে বাছাইপর্ব থেকে।

সর্বশেষ খবর