মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ডার্বি

ক্রীড়া ডেস্ক

টানা দ্বিতীয় মৌসুমে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সেমিফাইনালে চেলসিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। রবিবার অপর সেমিফাইনালে কভেন্ট্রিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানইউ-কভেন্ট্রি। তবে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানইউ। আগামী ২৫ মে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টারের দুই দল। গত মৌসুমেও এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি হয়েছিল। সেই ম্যাচে ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানসিটি। গত মৌসুমে পেপ গার্ডিওলার দল ট্রেবলও জয় করেছিল। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানসিটি। তবে ঘরোয়া ডাবল জয়ের সুযোগ আছে তাদের সামনে। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি এফএ কাপেও শিরোপা জয়ের পথে ছুটছে পেপ গার্ডিওলার দল।

সর্বশেষ খবর