বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সাকিব-মুস্তাফিজ ছাড়াই প্রাথমিক দল

ক্রীড়া প্রতিবেদক

সাকিব-মুস্তাফিজ ছাড়াই প্রাথমিক দল

আইসিসি টি-২০ বিশ্বকাপের আর বেশি দেরি নেই। এক মাসের কিছু বেশি সময় আছে। এবার ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হবে বিশ্বকাপের এ লড়াই। এর আগে বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এ সিরিজ শুরু হবে ৩ মে। খুব বেশি দিন নেই। গতকাল এ সিরিজের প্রস্তুতির   জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা  করেছে বিসিবি। এ তালিকায় আছেন মাহমুদুল্লাহসহ অনেক তরুণ ক্রিকেটার। তবে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাইজুলরা নেই। মুস্তাফিজ আইপিএল খেলার জন্য ছুটি পেয়েছেন ১ মে পর্যন্ত। সেই হিসেবে তিনি নেই।

প্রাথমিক দল ঘোষণার মূল লক্ষ্য, দলকে নিবিড়ভাবে টি-২০ ম্যাচের আবহ দিয়ে পরীক্ষা করা। গতকাল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল এই তিন দিন চট্টগ্রামে হবে প্রস্তুতি ক্যাম্প। তবে এটা কেবল জিম্বাবুয়ে সিরিজেরই প্রস্তুতি ক্যাম্প নয়। সামনে আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ। এর পরই বিশ্বকাপ। সামনের দিনগুলোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। ১৭ সদস্যের দলের সঙ্গে সাকিব ও মুস্তাফিজকে যোগ করে ১৯ জন থেকেই বিশ্বকাপের চূড়ান্ত দল হতে পারে। অবশ্য ইনজুরি বা অন্য কোনো গুরুতর সমস্যার কারণেও নতুন কেউ এখানে যোগ হতে পারেন। লিপু বলেন, ‘যদি কোনো দুর্ভাগ্যজনক উদাহরণ আসে, যেমন কোনো অফ স্পিনার চোটে পড়ে, তাহলে মেহেদি হাসান মিরাজ আছেন। তার যথেষ্ট টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে, কোচের দিকনির্দেশনা সম্পর্কেও তিনি জানেন। সে রকম দু-একজন হয়তো বাইরে থাকবেন (আপাতত), যাদের ঠিক প্রয়োজন নেই। (বিশ্বকাপের মূল দলের জন্য) মূলত এই দলটা প্রাধান্য পাবে বলতে পারেন।’

মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান প্রথম থেকেই জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না। মুস্তাফিজ দ্বিতীয় ম্যাচ থেকে এবং সাকিব সিরিজের শেষদিকে খেলতে পারেন বলে জানালেন প্রধান নির্বাচক। মুস্তাফিজকে নিয়ে লিপু বলেন, ‘তিনি আসবেন, ওনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর তার সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার ধারণা, প্রথম ম্যাচে হয়তো পাওয়া যাবে না।’ সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। তিনি ফিরবেন এ মাসের শেষদিকে। এরপর প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবেন কয়েকটি। লিপু বলেন, ‘অবশ্যই আমরা চাইব, যেহেতু ৫টি টি-টোয়েন্টি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। শুরুর দিকে তাকে পাওয়া যাচ্ছে না।’

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়া সৌম্য সরকার আছেন প্রাথমিক দলে। এখনো পুরোপুরি সেরে না উঠলেও তাকে দলে রাখার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। ‘তিনি চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন। সেখানেও তার একটা নিবিড় পর্যবেক্ষণ হবে। ট্রেনার, ফিজিওরা তাকে দেখবেন। তবে কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে, সেগুলোতে যেন অংশ নিতে পারেন, তাই তিনি দলের সঙ্গে থাকবেন।’

প্রাথমিক দলে অধিনায়ক শান্তর নেতৃত্বে অংশ নিচ্ছেন অনেক তরুণ। স্থান পেয়েছেন পারভেজ হোসেন। আছেন রিশাদও। সাইফুদ্দিনও ফিরেছেন দীর্ঘদিন পর। তিনি ইনজুরি থেকে ফিরে বিপিএলে এবং প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছেন। তার ব্যাটিংটা দারুণ হচ্ছে। তবে বোলিংয়ে আরও পর্যবেক্ষণ করতে হবে বলে জানালেন লিপু। তা ছাড়া লিটন, জাকের আলি, তৌহিদ হৃদয়রা তো আছেনই। সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করায় মাহমুদুল্লাহও আছেন প্রাথমিক দলে।

সর্বশেষ খবর