বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পেশাদার লিগে ফকিরেরপুল

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগে ফকিরেরপুল

চ্যাম্পিয়ন হয়ে পেশাদার ফুটবল লিগ খেলা নিশ্চিত করেছে ইয়ংমেন্স ফকিরেরপুল। গতকাল সন্ধ্যায় কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বসুন্ধরা এবিজি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ২-১ গোলে হারায় পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে। এ জয়ে ১৪ ম্যাচে সর্বোচ্চ ২৭ পয়েন্ট নিয়ে তাদের আগামী মৌসুমে পেশাদার লিগে অভিষেক ঘটবে। বিজয়ী দলের ডালিম বর্মন, ইরফান হোসেন ও বিজিতের পক্ষে জয়ন্ত লাল গোল করেন। আজ ওয়ান্ডারার্স খেলবে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে। ড্র করলেই তারা ২৪ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে পেশাদার লিগে সুযোগ পাবে। হারলে গোল পার্থক্যে তাদেরই রানার্স আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা পিডব্লিউডি ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে।

এক সময় ঘরোয়া ফুটবলে ফকিরেরপুল চ্যাম্পিয়ন না হলেও বড় দলকে বেশ ভুগিয়েছে। লিগে টানা ৭৬ ম্যাচে অপারিজত থাকা মোহামেডানকে হারায় ইয়ংমেন্সই। ১৯৯৫ সালে আবাহনী চ্যাম্পিয়ন হলেও হার মেনেছিল ফকিরেরপুলের কাছে। এর আগে দুবার চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হলেও তারা পেশাদার লিগ খেলেনি।

সর্বশেষ খবর