বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সেমিতে মোহামেডানের প্রতিপক্ষ পুলিশ

০ শেখ জামাল - ৩ পুলিশ এফসি

ক্রীড়া প্রতিবেদক

সেমিতে মোহামেডানের প্রতিপক্ষ পুলিশ

পেশাদার লিগের পাশাপাশি ফেডারেশন কাপ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি তিনবার চ্যাম্পিয়ন হয়। সেই দল আসরের কোয়ার্টার ফাইনাল থেকে অসহায়ভাবে বিদায় নিল এবার। গতকাল এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপে তারা ০-৩ গোলে হেরে যায় পুলিশ এফসির কাছে। এই জয়ে পুলিশ এখন ৭ মে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে। আরেক সেমিফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ কে হবে তা নির্ধারণ হবে ৩০ এপ্রিল। সেদিন ঢাকা আবাহনী কোয়ার্টার ফাইনাল খেলবে ফটিস এফসির বিপক্ষে। পুলিশ আগের শেষ ম্যাচ খেলে লিগে। সেই ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে শেখ জামালকে টপকে চতুর্থ স্থানে উঠে আসে। সেই গতিটা কাজে লাগায় ফেডারেশন কাপে নকআউট পর্বে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই পুলিশ ছিল তৎপর। দ্বিতীয় মিনিটে গোল পেয়ে যায় তারা। মিঠুর ফ্রি কিক থেকে ফ্লিক হেডে জালে বল পাঠান উজবেকিস্তানের মধ্য মাঠের খেলোয়াড় জাভোখিরশকিবোভ। লাফিয়ে বল ঠেকানোর চেষ্টাও করেছিলেন গোলরক্ষক প্রীতম। কিন্তু নাগাল পাননি। এগিয়ে যাওয়ার পর অপ্রতিরোধ্য হয়ে ওঠে পুলিশ। আট মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। নিখুঁত টোকায় গোল করেন সৈয়দ শাহ কাজেম কিরমানি। আগের ম্যাচে শেখ রাসেলের বিপক্ষেও তিনি দুর্দান্ত গোল করেন। ২৩ মিনিটে ডিফেন্ডারদের ভুলে ফের গোল খেয়ে বসে শেখ জামাল। এবার গোলদাতা আরেক উজবেক আজমত আবদুল্লা। প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে থাকায় পুলিশের জয় নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে জামাল যেমন ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল, তেমনি পুলিশও বাড়াতে পারেনি। ২০১৫ সালে শেষবারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয় জামাল। অন্যদিকে পুলিশ কখনো ফাইনাল খেলতে পারেনি। এবার সেই সুযোগ তৈরি হয়েছে। ২৭ এপ্রিল পুলিশ লিগে মোহামেডান ও একই দিনে শেখ জামাল খেলবে কিংসের বিপক্ষে।

সর্বশেষ খবর