বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মিলান ডার্বি জিতে চ্যাম্পিয়ন ইন্টার

এসি মিলান ১ - ২ ইন্টার মিলান

ক্রীড়া ডেস্ক

মিলান ডার্বি জিতে চ্যাম্পিয়ন ইন্টার

সান সিরো স্টেডিয়ামে মিলান ডার্বি জয় করে ইতালিয়ান সিরি এ লিগ চ্যাম্পিয়ন হলো ইন্টার। সোমবার এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। লিগে ৩৩ ম্যাচে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে এসি মিলান। লিগে দুই দলেরই ম্যাচ বাকি পাঁচটি করে। সব ম্যাচ জিতলেও এসি মিলান সর্বোচ্চ ৮৪ পয়েন্ট সংগ্রহ করবে।

মিলানের সান সিরো স্টেডিয়ামে এক গ্যালারিতে উৎসব, অন্যদিকে পরাজয়ের গ্লানি। এ স্টেডিয়ামে মিলান ডার্বি হলে দৃশ্যটা বরাবর এমনই থাকে। মাঠটা এসি মিলান, ইন্টার মিলান-দুই দলের জন্যই হোম গ্রাউন্ড। সোমবার ম্যাচের ১৮ মিনিটে ফ্রান্সেসকো অ্যাসারবির গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। মারকুস থুরামের ৪৯ মিনিটের গোলে ব্যবধান বাড়ায় তারা। ৮০ মিনিটে ফিকায়োর গোলে ব্যবধান কমায় এসি মিলান। তবে পরাজয় রুখতে পারেনি তারা। ম্যাচের শেষ দিকে এসি মিলানের দুজনকে এবং ইন্টার মিলানের একজনকে লাল কার্ড দেখান রেফারি।

ইতালিয়ান সিরি এ লিগে ২০ নম্বর ট্রফি জয় করল ইন্টার মিলান। তাদের আরও একটি স্কুডেট্টো জয় করা হলো। লিগে ১০টি ট্রফি জয় করলে তারা বলে স্কুডেট্টো জয়। ইন্টার মিলানের দ্বিতীয় স্কুডেট্টো জয় হলো সিরি এ লিগে। লিগ শিরোপা জয়ের তালিকায় জুভেন্টাস আছে সবার ওপরে। তারা ৩৬ বার লিগ জয় করেছে। ইন্টার মিলান ২ নম্বরে (২০ ট্রফি) এবং এসি মিলান আছে ৩ নম্বরে (১৯ ট্রফি)। চলতি মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লটারো মার্টিনেজ। তিনি ২৩ গোল করে লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। এ ছাড়া ইন্টারের ফরাসি ফুটবলার মারকুস থুরাম ১২ ও তুরস্কের হাকান কালহানুগলো ১১টি গোল করেছেন চলতি মৌসুমে।

সর্বশেষ খবর