বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নিয়ে জটিলতা

ক্রীড়া প্রতিবেদক

২০২২ সালে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। হার তো নয়ই, কোনো ম্যাচ ড্র না করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিলেন সাবিনা খাতুনরা। শিরোপাজয়ীরা দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। চলতি বছরে ফের সাফের লড়াই হবে। গতবার আয়োজক ছিল নেপাল, এবার বাংলাদেশ। কবে আসর শুরু হবে নিশ্চিত নয়। সম্ভাব্য তারিখ অক্টোবর রাখা হয়েছে। ঘরের মাঠে খেলা হবে বলে বাংলাদেশ শিরোপা ধরে রাখতে চাইবে। সে সামর্থ্য বাংলাদেশের মেয়েদের রয়েছে।

বাংলাদেশ আয়োজক হলেও কোন ভেন্যুতে খেলা হবে ঠিক হয়নি। তবে ঢাকায় যে হবে তা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন। এ ক্ষেত্রে দুটি ভেন্যু-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংসের নামই শোনা যাচ্ছে। যদিও বঙ্গবন্ধু স্টেডিয়ামের নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে, গ্যালারির কিছু কাজ অসম্পন্ন থাকলেও মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। খেলতে কোনো সমস্যা হবে না। কিন্তু সাফ তো সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে হওয়ার কথা। তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ হবে কীভাবে?

সর্বশেষ খবর