বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আবাহনী চ্যাম্পিয়ন হতে পারে আজই

ক্রীড়া প্রতিবেদক

সুপার লিগে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর আরও চার ম্যাচ বাকি। শুধু আবাহনী নয়, বাকি পাঁচ দলও আরও চার ম্যাচ খেলবে। কিন্তু নাজমুল হোসেন শান্তর আবাহনী অন্য দলগুলোর ধরাছোঁয়ার বাইরে। দলটি টানা ১২ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। দ্বিতীয় শাইনপুকুর ও তৃতীয় স্থানের মোহামেডানের পয়েন্ট ৯ জয়ে ১২। ফতুল্লা স্টেডিয়ামে আবাহনী আজ মুখোমুখি হবে গাজী গ্রুপের। যদি জিতে যান নাজমুল, লিটন দাস, তাসকিন, শরিফুলরা তাহলে কি শিরোপা উৎসব করবেন? সাদা চোখে হয়তো নয়। তবে রান রেটের যে পার্থক্য, তাতে উৎসব করতেই পারেন। আবাহনীর রান রেট ২.৬৮৪, শাইনপুুকুরের ০.৮৮৫ ও মোহামেডানের ০.৮১৫। শাইনপুকুর-শেখ জামাল ম্যাচ বিকেএসপিতে এবং মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচ মিরপুরে। আজ যদি আবাহনীর পাশাপাশি শাইনপুকুর ও মোহামেডান জিতে যায়, তাহলে শিরোপা নির্ধারিত হবে সুপার লিগের তৃতীয় রাউন্ডে। যদি আবাহনী জেতে এবং মোহামেডান ও শাইনপুকুর হারে তাহলে সুপার লিগের পরের তিন রাউন্ড হবে আনুষ্ঠানিকতার। আজ যদি আবাহনী হারে এবং শাইনপুকুর ও মোহামেডান জেতে তাহলে পয়েন্ট ব্যবধান হবে ৪। তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শেষ তিন রাউন্ড। আজ আবাহনী, শাইনপুকুর ও মোহামেডান জিতলেও রান রেটে আবাহনী এগিয়ে থাকবে যোজন যোজন। গাজী গ্রপ ক্রিকেটার্সের বিপক্ষে জয়ের পর শিরোপা উৎসব করতেই পারে খালেদ মাহমুদ সুজনের আবাহনী।

সর্বশেষ খবর