শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আরেকটি জয়ের অপেক্ষায় আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

আরেকটি জয়ের অপেক্ষায় আবাহনী

নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে আবাহনীর বাঁ হাতি স্পিনার তানভীরকে খেলতে যেয়ে গাজী ক্রিকেটার্সের শেষ ব্যাটার সাব্বির তালুবন্দি হন এনামুল বিজয়ের। গাজীর শেষ উইকেটের পতনের পর আবাহনীর অধিনায়ক নাজমুল শান্ত দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়ে পিঠ চাপড়ে দেন জয়ের আনন্দে। ১৭১ রানে জিতেও শিরোপা উৎসবে মেতে উঠতে পারেনি আবাহনী। কারণ মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ৩৩ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে। মোহামেডানের এ জয়ে আবাহনীর শিরোপা উৎসব ঝুলে আছে শুধু একটি জয়ের অপেক্ষায়। একটি জয়ের অপেক্ষা করলেও শিরোপা ধরে রাখার মঞ্চ তৈরি করে রেখেছে আবাহনী। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। পয়েন্ট টেবিলে আবাহনী টানা ১৩ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে অন্য দলগুলোর ধরাছোঁয়ার বাইরে। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা মোহামেডানের ১০ জয়ে ২০ পয়েন্ট। সাদা চোখে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে এ দুই দল। পয়েন্ট ব্যবধান ৬ এবং খেলা বাকি ৩টি করে। মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে শেষ ৩ ম্যাচ জিততে হবে এবং আবাহনীকে হারতে হবে সব ম্যাচ। এরপর দুই দলের পয়েন্ট সমান হবে এবং রান রেটে নির্ধারিত হবে শিরোপা। এসব ‘যদি’ সমীকরণের ওপর নির্ভরশীল। শিরোপা ধরে রাখতে অবশিষ্ট ৩ ম্যাচের শুধু একটি জিতলেই হবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে।

সুপার লিগের দ্বিতীয় রাউন্ডেই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারত আবাহনী। এ জন্য আবাহনীর জয়ের পাশাপাশি হারতে হতো শাইনপুকুরের সঙ্গে মোহামেডানকেও। আবাহনী ১৭১ রানে হারিয়েছে গাজী গ্রুপকে। ফজলে মাহমুদ রাব্বির সেঞ্চুরিতে শেখ জামাল ৭ উইকেটে হারায় শাইনপুকুরকে। মিরপুর স্টেডিয়ামে রনি তালুকদারের সেঞ্চুরিতে মোহামেডান ৩৩ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে। আবাহনীর পয়েন্ট ২৬, মোহামেডানের ২০, শাইনপুকুর ও শেখ জামালের পয়েন্ট ১৮ এবং প্রাইম ব্যাংক ও গাজী ক্রিকেটার্সের পয়েন্ট ১৪। শেষ ৩ ম্যাচে স্কোয়াডের ১০ ক্রিকেটারকে পাচ্ছে না আবাহনী। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের রুদ্ধদ্বার ক্যাম্পে অংশ নেবে। আবাহনী তার শক্তি হারাবে। এ জন্য মোহামেডান স্বপ্ন দেখতেই পারে। তবে মোহামেডানের কয়েকজন ক্রিকেটারও ক্যাম্পে থাকবেন। আবাহনীর নাজমুল শান্ত ৮৪ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০১ রান করেন। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৩ রান করে আবাহনী। জবাবে রাকিবুল হাসানের ঘূর্ণিতে গাজী ক্রিকেটার্স ৩৫.১ ওভারে ১৭২ রানে অলআউট হয়। বিকেএসপিতে জিশান আলমের ৯৮ রানে শাইনপুকুরের সংগ্রহ ছিল ৪৬.১ ওভারে ৩৬৪ রান। শেখ জামাল ২২ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয়। ফজলে মাহমুদ ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন ১১৯ বলে ৬ চার ও ৬ ছক্কায়। মিরপুরে রনি তালুকদারের ১৩১ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১৪১ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৭ রান করে মোহামেডান। জবাবে প্রাইম ব্যাংক ৪৮.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয়।

 

 

সর্বশেষ খবর