শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কথা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কথা বললেন সাকিব

আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে টাইগার ক্রিকেটারদের তিন দিনব্যাপী ‘রুদ্ধদ্বার’ ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের জন্য ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে দুজনই জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে খেলবেন। মুস্তাফিজ ১ মে আইপিএল খেলে দেশে ফিরে যোগ দেবেন দলের সঙ্গে। সাকিব দলের সঙ্গে যোগ দিলেও সিরিজের শুরু থেকে খেলবেন কি না নিশ্চিত নয়। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কথা বলেছেন সাকিব, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে এ নিয়ে একটা কনফিউশন (দ্বিধা) চলছে। সমাজমাধ্যমে এ নিয়ে কথা চলছে যে, আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না। ডিপিএল খেলব। কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন, দুটি ম্যাচ খেললেই হবে। অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন দুটি না তিনটি ম্যাচ খেলো। তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত।’ হয়তো তিনি মিরপুরের শেষ দুটি ম্যাচ খেলবেন। সাকিব সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন গত বছরের ২৩ জুলাই, সিলেটে আফগানিস্তানের বিপক্ষে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছর বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন। ২০ দলের টি-২০ বিশ্বকাপ শুরু ২ জুন। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে, ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে এবং একই ভেন্যুতে ১৭ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩, ৫ ও ৭ মে তিনটি টি-২০ চট্টগ্রামে এবং ১০ ও ১২ মে মিরপুরে চতুর্থ ও পঞ্চম ম্যাচ। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটি টি-২০ ম্যাচ যথাক্রমে ২১, ২৩ ও ২৫ মে।

 

সর্বশেষ খবর