শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র

একের পর এক বস্তার মুখ খুলে বের করা হচ্ছে হাজার হাজার কুপন। সেসব কুপন থেকে আমন্ত্রিত অতিথিরা তুলে নিচ্ছেন বিজয়ীদের নাম। গতকাল বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। প্রথম পর্বের প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার নুরুল হক এবং দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার পেয়েছেন লক্ষ্মীপুরের জোসনা আক্তার।

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের শুভেচ্ছা বক্তব্য দিয়ে ড্র অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন এবং ওয়ালটনের সম্পর্ক দীর্ঘদিনের। একসঙ্গে আমরা অনেক আয়োজন করেছি। সব সময় আমাদের পাশে থাকার জন্য ওয়ালটনকে ধন্যবাদ।’ কায়সার হামিদ বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন সব সময়ই এ ধরনের আয়োজন করে থাকে। দূর-দূরান্ত থেকে পাঠকরা এতে অংশ নেন। সমাজের নানা শ্রেণির মানুষকে একসঙ্গে করে এ আয়োজন।’ বক্তব্য দিতে গিয়ে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কুইজের এমন আয়োজন করছি। ভবিষ্যতেও আমরা এমন আয়োজনে পাশে থাকতে চাই।’ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক মাহমুদ হাসান, পরিকল্পনা সম্পাদক মনজুরুল ইসলাম, সহকারী সম্পাদক কালাম আজাদ, নগর সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি শিমুল মাহমুদ, অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল, যুগ্ম বার্তা সম্পাদক মেজবাহ্-উল-হক এবং প্রধান প্রতিবেদক জুলকার নাইন। বাংলাদেশ প্রতিদিনের সার্কুলেশন বিভাগের প্রধান মো. বিল্লাল হোসেন মন্টু এবং বিজ্ঞাপন বিভাগের প্রধান সালাহ উদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ওয়ালটনের মার্কেটিং ও কমিউনিকেশনের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বরাই এবং সিনিয়র ডেপুটি ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে অংশ নেন।

 

প্রথম পর্ব

প্রথম পুরস্কার

নুরুল হক, কুমিল্লা

 

দ্বিতীয় পুরস্কার

মোছা. জরিনা, জয়পুরহাট

 

তৃতীয় পুরস্কার

মিনহাজুল হক চৌধুরী, চট্টগ্রাম

 

চতুর্থ পুরস্কার

সুমন, গুলিস্তান

 

পঞ্চম পুরস্কার

(১) সুরাইয়া, ঢাকা

(২) ফারদিন আহমেদ, ঢাকা

(৩) মানিক, ঢাকা

(৪) জাহাঙ্গির, আরামবাগ

(৫) আবদুল্লাহ, বরিশাল

 

ষষ্ঠ পুরস্কার

(১) সাদিয়া রহমান, ঢাকা

(২) ইয়াসমিন আক্তার, কুমিল্লা

(৩) সাবেরা আক্তার, মগবাজার

(৪) শারমিন, ঢাকা

(৫) শবনম জাহান, ঢাকা

 

দ্বিতীয় পর্ব

প্রথম পুরস্কার

জোসনা আক্তার, লক্ষ্মীপুর

 

দ্বিতীয় পুরস্কার

মো. ওমর ফারুক, ফেনী

 

তৃতীয় পুরস্কার

দিপংকর দাস, খুলনা

 

চতুর্থ পুরস্কার

সংহিতা, সুনামগঞ্জ

 

পঞ্চম পুরস্কার

(১) জান্নাতুল ফেরদৌস, ফেনী

(২) নুর জাহান ইসলাম, ময়মনসিংহ

(৩) মাহি মাহমুদ, সাতক্ষীরা

(৪) শাহরিয়ার আহমেদ, ঢাকা

(৫) রেশমা বেগম, পটুয়াখালী

 

ষষ্ঠ পুরস্কার

(১) হুমায়রা, চট্টগ্রাম

(২) সুলতানা, মিরপুর

(৩) কনা, সায়দাবাদ

(৪) সাদী, ঢাকা

(৫) শাহেদুল, চাঁদপুর

 

 

সর্বশেষ খবর