শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ব্রুনোর গোলে আবাহনীর জয়

শেখ রাসেল ০ - ১ আবাহনী : রহমতগঞ্জ ১ - ২ ফটিস

ক্রীড়া প্রতিবেদক

ব্রুনোর গোলে আবাহনীর জয়

শিরোপার রেসে এখনো টিকে আছে ঢাকা আবাহনী। তবে তা ক্ষীণ বলা যায়। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস আজ জিতলে তাদের ৯ পয়েন্টে পিছিয়ে থাকবে। এ অবস্থায় বাকি পাঁচ ম্যাচে বড় ধরনের ওলটপালট করে সবার ওপরে আবাহনীর উঠে আসাটা কঠিন বলা যায়। তবে তাদের রানার্সআপ হওয়ার সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে। গতকাল শেখ রাসেলকে ১-০ গোলে হারানোর সুবাদে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট আবাহনীর। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ঢাকা মোহামেডানের সংগ্রহ ২৬। আজ তারা পুলিশকে হারাতে পারলে চার পয়েন্টেই এগিয়ে থাকবে সাদাকালোরা। পয়েন্ট হারালে দুই দলের ব্যবধান কমে আসবে। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

শেখ রাসেল এবার লিগের শুরুটা করেছিল শক্তিশালী প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে। এর পরই ছন্দপতন হতে থাকে। দ্বিতীয় লেগে বিদেশি ফুটবলার পরিবর্তন করালেও লাভ হয়নি। টানা তিন ম্যাচ হেরেছে। এমন না যে রাসেল মাঠে সুবিধা করতে পারছে না। বসুন্ধরা কিংস অ্যারিনায় গতকাল নিজেদের মাঠে আবাহনীর বিপক্ষে সমান তালে লড়ে। ৭৩ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য ছিল। এমনকি দ্বিতীয়ার্ধে শুরুতে এগিয়ে যাওয়া সুযোগ পেয়েছিল শেখ রাসেল। সেকুসিল্লাহ ঠিকমতো শট নিতে পারলেই বল জালে জড়াত। অথচ সময় মতো পায়ের কাজটি করতে না পারায় প্রতিপক্ষের গোলরক্ষক সোহেল দ্রুত এগিয়ে তা রুখে দেন। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো গনকালভেস রোচ। রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে ফেরত আসার পরই বল উড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল শেখ রাসেলের ডিফেন্ডার। তা না পারায় ফিরতি শটে গোল করে দলকে জেতান। তিনি ম্যাচসেরা হয়ে সাবেক তারকা ফুটবলার আরমান মিয়ার হাত থেকে পুরস্কার নেন। এ হারে ১৩ ম্যাচে ১১ পয়েন্টে আট নম্বরে রইল রাসেল। মুন্সীগঞ্জে আরেক ম্যাচে ফটিস এফসি ২-১ গোলে হারায় রহমতগঞ্জকে।

সর্বশেষ খবর