শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

স্পেন কি ফুটবলে নিষিদ্ধ হচ্ছে

ক্রীড়া ডেস্ক

নির্বাচিত কমিটির বদলে স্পেনের ফুটবল ফেডারেশন আরএফইএফ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ এক কমিটিকে। দেশটির জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, ফেডারেশনে চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায় সরকার নতুন কমিটি গঠন করেছে; যারা নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আইনে কোনো দেশে ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবৈধ। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট দেশকে নিষিদ্ধ করা হয়। ফিফা এবং ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, স্পেনের পরিস্থিতি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তারা যদি কোনো অবৈধ পথ বেছে নেয় অবশ্যই শাস্তি পাবে।

সর্বশেষ খবর