সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফিরলেন সাইফউদ্দিন নতুন মুখ তানজিদ

ক্রীড়া প্রতিবেদক

ফিরলেন সাইফউদ্দিন নতুন মুখ তানজিদ

৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন বাংলাদেশে

নির্বাচক প্যানেল আগেই জানিয়েছিলেন, জিম্বাবুয়ে বিপক্ষে টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান। ৫ ম্যাচ টি-২০ সিরিজে প্রথম তিনটির জন্য গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, সেখানে নাম নেই সাকিবের। নাম নেই আরও এক বড় তারকা মুস্তাফিজুর রহমানের। সাকিব এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। সেখান থেকে মে মাসের প্রথম সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন দেশ সেরা ক্রিকেটার। শেষ দুটি ম্যাচ খেলতে পারেন বাঁ হাতি স্পিন অলরাউন্ডার। মুস্তাফিজ আইপিএল খেলছেন। ১ মে খেলে দেশে ফিরবেন। সে জন্য দুই তারকা ক্রিকেটারকে রাখা হয়নি তিন ম্যাচের স্কোয়াডে। দুই তারকা ক্রিকেটার না থাকলেও ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো টি-২০ স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাঁ হাতি ড্যাসিং ওপেনার তানজিদ হাসান তামিম। সিরিজ খেলতে গতকাল ঢাকা হয়ে চট্টগ্রামে পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুই দলের সিরিজ শুরু ৩ মে। ৩, ৫ ও ৭ মে-তিনটি টি-২০ ম্যাচের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম এবং ১০ ও ১২ মে তারিখের ম্যাচ দুটি হবে মিরপুর স্টেডিয়ামে। তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি তিন দিনের রুদ্ধদ্বার ক্যাম্পের পর। ২৬-২৮ এপ্রিল চট্টগ্রামে রুদ্ধদ্বার ক্যাম্প করেছে টাইগাররা। সেখান থেকে ফিটনেস দেখে স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকমন্ডলী। সাইফুদ্দিনের ফেরার দিনে দলে ফিরেছেন আফিফ হোসেন, ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁ হাতি স্পিনার তানভীর ইসলাম। তানভীর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর হয়ে দারুণ খেলছেন। বিপিএলে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। আবাহনীর হয়ে ১২ ম্যাচে ২০ উইকটে নিয়েছেন তানভীর। স্কোয়াডে একমাত্র বাঁ হাতি স্পিনার তিনি। ওপেনার পারভেজ হোসেন ইমন প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের পক্ষে দারুণ খেলেছেন। ১৩ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে ৬২৩ রান করেছেন। সাইফুদ্দিন সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ১৩ অক্টোবর ক্রাইস্টচার্চে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ইনজুরিতে মাঠের বাইরে চলে আসেন। এবার পুরোপুরি ফিট হয়ে খেলছেন প্রিমিয়ার ক্রিকেট। আবাহনীর পক্ষে ব্যাটিং ও বোলিংয়ে দারুণ খেলছেন তিনি। ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এবং রান করেছেন ১০১। সিমিং অলরাউন্ডার সাইফুদ্দিন ক্যারিয়ারে ৩৪টি-২০ ম্যাচে রান করেছেন ৩৬২ ও উইকেট নিয়েছেন ৩৪টি। নতুন মুখ হিসেবে প্রথমবার সুযোগ পেয়েছেন হার্ডহিটার তানজিদ তামিম। যুব বিশ্বকাপজয়ী ওপেনার পারভেজ দেশের হয়ে একমাত্র টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের জিম্বাবুয়ে সফরে। তানভীর সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে।

 

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সর্বশেষ খবর