শিরোনাম
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মেসির অনন্য রেকর্ড

ক্রীড়া ডেস্ক

মেসির অনন্য রেকর্ড

লিওনেল মেসি, বয়স ৩৬। এখনো ফুটবল মাঠ মাতাচ্ছেন তরুণদের মতো। বিশ্বকাপজয়ী ফুটবলার খেলছেন, খেলাচ্ছেন এবং গোল করছেন। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মায়ামির হয়ে অসাধারণ খেলছেন চলতি মৌসুমে। গতকাল নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ৪-১ গোলে। মায়ামির পক্ষে ২ গোল করেন মেসি এবং বাকি দুটি গোল করেন লুইস সুয়ারেজ ও বেঞ্জামিন ক্রেমাস্কি। এ দুজনের গোলেও অবদান ছিল মেসির। প্রতিপক্ষের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার থমাস শনকালায়। গোলটি করেন ম্যাচ শুরুর ৩৭ সেকেন্ডে। বড় জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার সবার ওপরে মায়ামি। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাতি এবং ১৭ পয়েন্ট নিয়ে তিনে নিউইয়র্ক রেড বুলস। মেসিদের পরের ম্যাচ নিউইয়র্ক রেড বুলস।  ম্যাচে জোড়া গোল করেন মেসি। গড়েছেন অনন্য এক রেকর্ড। মেজর সকার লিগের ইতিহাসে টানা ৫ ম্যাচে কোনো ফুটবলার একাধিক গোল করার ক্ষেত্রে অবদান রাখতে পারেননি। মেসিই রেখেছেন। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৯ গোল করে সবার ওপরে আর্জেন্টাইন এ তারকা। সুয়ারেজের গোলসংখ্যা ৭টি। ম্যাচ শুরুর ৩৭ সেকেন্ডে নিউ ইংল্যান্ডের কার্লেস জিল লম্বা লব করেন।

বল পড়ে মায়ামির বক্সে। ডান প্রান্তে দাঁড়ানো শনকালায় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে আড়াআড়ি শটে গোল করেন (১-০)। ৩২ মিনিটে সমতা আনেন মেসি বাঁ পায়ের মাটি কামড়ানো শটে (১-১)। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। ৬৭ মিনিটে ব্যবধান ২-১ করে মায়ামি। সার্জিও বুসকেটসের কাছ থেকে বল পেয়ে চলতি লিগে নিজের ৯ নম্বর গোলটি করেন মেসি। ৮৩ মিনিটে চলতি লিগে নিজের প্রথম হ্যাটট্রিক করতেই পারতেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু নিউইয়র্কের বক্সে ঢুকে মেসির নেওয়া শট গোলরক্ষক দারুণভাবে ঠেকিয়ে দেন। ফিরতি বলে ব্যবধান ৩-১ করেন ক্রেমাস্কি। ৮৮ মিনিটে ব্যবধান ৪-১ করেন সুয়ারেজ।

সর্বশেষ খবর